মানিকগঞ্জে এসি রবিউল করিম কামরুলের ৯ম শাহাদত বার্ষিকী পালিত

0
35
মানিকগঞ্জে এসি রবিউল করিম কামরুলের ৯ম শাহাদত বার্ষিকী পালিত
মানিকগঞ্জে এসি রবিউল করিম কামরুলের ৯ম শাহাদত বার্ষিকী পালিত

মো: মহিদ:

শোকর‌্যালি,পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্যদিয়ে মানিকগঞ্জে পালিত হয়েপমছে পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (এসি)  রবিউল করিম কামরুলের ৯ ম শাহাদত বার্ষিকী। আজ সকালে রবিউল করিম প্রতিষ্ঠত নজরুল বিদ্যাসিঁড়ি স্কুল প্রাঙ্গণ থেকে শোকর‌্যালি বের করা হয়। র‍্যালিটি শহীদ রবিউল ইসলাম কামরুলের কবরস্থানের সামনে এসে শেষ হয়। পরে সেখানে কামরুলের পরিবার ও তার প্রতিষ্ঠিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিদ্যালয় ব্লুমস এর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর  আলোচনা সভার আয়োজন করা হয় ব্লুমস প্রঙ্গনে। আলোচনা সভায় ব্লুমসের সভাপতি জি আর শওকত আলীর সভাপতিত্বে ও ব্লুমসের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য দেন শহীদ রবিউলের সহধর্মিনী উম্মে সালমা, মানিকগঞ্জে প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, শহীদ রবিউলের ছোটভাই শামসুজ্জমান শামস, দৈনিক প্রথম আলোর মানিকগঞ্জ প্রতিনিধি আব্দুল মোমিন, সাভারে কর্মরত দৈনিক কালবেলা ও বেসরকারি এখন টিভির প্রতিনিধি হুমায়ুন কবির, নিরাপদ সড়ক চাই (নিসচার) ধামরাই শাখার সভাপতি মো. নাহিদ মিয়া, স্থানীয় শরিফুল ইসলাম নীরু প্রমূখ।

 ২০১৬ সালের এই দিনে হলি রাজধানীর গুলশানে হোলি আর্টিজানে সন্ত্রাসীদের গুলিতে শহিদ হন মানিকগঞ্জের কাটিগ্রামের সন্তান রবিউল করিম কামরুল।

আলোকিত প্রতিদিন/০১ জুলাই ২০২৫/মওম 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here