সাংবাদিকদের সাথে বিএনপি নেতা মুস্তাফিজুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
116

আনোয়ারা প্রতিনিধি, চট্টগ্রাম  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার রূপরেখা দেশের ভাগ্য বদলাবে’ বলে অভিমত ব্যক্ত করেছেন, আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চট্টগ্রাম ১৩ আনোয়ারা- কর্নফুলি সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান।

১ জুলাই ২০২৫ (মঙ্গলবার) দুপুরে পারকি সমুদ্র সৈকত এলাকার অভিজাত রেষ্টুরেন্ট লুসাই পার্কে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান বলেছেন, ‘তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে আর কোনো বৈষম্য থাকবে না। এটা শুধু রাষ্ট্র সংস্কার নয়, এটা জনগণের ভাগ্য পরিবর্তনের পথ নকশা।

তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে, দেশের সকল ক্ষমতার উৎস হচ্ছে সাধারণ জনগণ। তিনি আরও বলেন, আওয়ামী লীগ ১৭ বছর ধরে যে কর্তৃত্ব জনগণের ওপরে চাপিয়ে দিয়েছে, আমরা তার বিরোধিতা করি। মোস্তাফিজুর রহমান বলেন, এই এলাকার প্রতিটি মানুষ উন্নয়নের স্বপ্ন দেখে, ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে জড়িয়ে আছে, আমি সেই স্বপ্ন এবং সংগ্রামের একজন অংশীদার হতে চাই। মোস্তাফিজ বলেন, আমরা মানবিক, ন্যায়ভিত্তিক ও সমঅধিকারের সমাজ গড়তে চাই।’ তিনি আরো বলেন, ‘যারা গত ১৭ বছরে উপকূলীয় এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মানের নামে যারা হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছে তাদের বিচার হওয়া উচিৎ জনসম্মুখে।

মোস্তাফিজুর বলেন, আমি (মোস্তাফিজুর রহমান) দলীয় মনোনয়ন পেয়ে জনগণের ভোটে নির্বাচিত হলে আনোয়ারার উপকূলীয় এলাকায় চার লেনের টেকসই বেড়িবাঁধ নির্মান করবো। আনোয়ারা -কর্ণফুলীর উন্নয়ন পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ‘টেকসই বেড়িবাঁধ নির্মাণ, পারকি সৈকতকে আধুনিক পর্যটন কেন্দ্র রূপান্তর, তরুণদের কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ, সাগর উপকূলঘেঁষা মাদক কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি এই সবই থাকবে তার অগ্রাধিকার।’ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মুহাম্মদ আলম খান, চট্টগ্রাম দক্ষিণ জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সাজ্জাদ, জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য মো: সেলিম, আনোয়ারা উপজেলা যুবদলের সদস্য জিয়াউর রহমান, বিএনপি নেতা জসিম উদ্দিন, আনোয়ারা উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আবদুল গফুর, যুবদল নেতা আলমগীর খান, শাহ্ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সাঈদুল ইসলাম প্রমুখ।

আলোকিত প্রতিদিন/এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here