মোঃ আনোয়ার হোসেন:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে গতকাল (১/৭/২৫) বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীঘর বাজারের নজরুল ইসলামের দোকানের সন্মুখ থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে ও গ্রেফতার করা হয়। নবীনগর থানা সূত্রে জানা যায়- সলিমগঞ্জ ফাঁড়ির পুলিশ শ্রীঘর বাজারের চেকপোস্টে দায়িত্ব পালন কালে সন্দেহ জনক একটি সিএনজিকে থামিয়ে তল্লাশি করে। এ সময় সিএনজিতে থাকা মো. আক্কাছ মিয়া (৩২) এবং মো. ছিদ্দিকুর রহমান (২১) এর নিকট থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া মো. আক্কাছ মিয়ার বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বাঙ্গরা বাজার এলাকায়। তার পিতার নাম- মৃত শহিদ মিয়া এবং মো. ছিদ্দিকুর রহমান, পিতা- আতিকুর রহমান, তার বাড়ি নবীনগর উপজেলার বড়াইল গ্রামে। অভিযানে গাঁজা আটকের পাশাপাশি মাদক পরিবহনের কাজে ব্যবহৃত সিএনজি ও জব্দ করা হয়। নবীনগর থানার অফিসার ইনচার্জ (অসি) শাহিনুর ইসলাম জানায়- এ ঘটনায় নবীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/০২ জুলাই ২০২৫/মওম