বাংলাদেশকে ডেঙ্গু মোকাবিলায় ১৯ হাজার কিট দিল চীন

0
35
বাংলাদেশকে ডেঙ্গু মোকাবিলায় ১৯ হাজার কিট দিল চীন
বাংলাদেশকে ডেঙ্গু মোকাবিলায় ১৯ হাজার কিট দিল চীন

ডেঙ্গু প্রতিরোধে বাংলাদেশকে সহায়তা করতে ১৯ হাজার কিট দিয়েছে চীন সরকার। এই কিট দিয়ে চিকুনগুনিয়াও শনাক্ত করা যাবে। ৩ জুলাই বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্ত‌রে (ডিজিএইচএস) এক অনুষ্ঠা‌নে ঢাকার চীনা দূতাবাস এই উপকরণ হস্তান্তর করে।

স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানের কাছে ১৯ হাজার কিট তুলে দেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন। এই সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, চীনের কাছে গবেষণা সহায়তা চাওয়া হয়েছে। কারণ, তারা গবেষণায় অনেক ভূমিকা রাখতে পারে। তাদের কাছে কিট ছাড়াও কারিগরি ডিভাইস চাওয়া হয়েছে। চীনের কারিগরি ডিভাইসগুলো আসল রোগ শনাক্ত করতে পারে।

চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন বলেন, বাংলাদেশ চীনের গুরুত্বপূর্ণ অংশীদার। অন্য খাতের মতো স্বাস্থ্য খাতে চীন সহায়তা অবাহত রাখবে। প্রধান উপদেষ্টার চীন সফরের পর দুই দেশের সম্পর্ক আরো এগিয়ে গেছে। আগামীতে চীন বাংলাদেশকে আরো বেশি গুরুত্ব দেবে। গত সেপ্টেম্বর মাসে বাংলাদেশের রোগী কুনমিং শহরে  চিকিৎসা নিতে গিয়েছিলেন। চীন বাংলাদেশে একটি হাসপাতাল করতে চায়। এটির কাজও এগিয়ে চলছে।

আলোকিত প্রতিদিন/০৩ জুলাই ২০২৫/মওম 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here