গণতান্ত্রিক প্রক্রিয়া চলমান রাখতে হবে: সুলতান সালাউদ্দিন টুকু 

0
40
গণতান্ত্রিক প্রক্রিয়া চলমান রাখতে হবে: সুলতান সালাউদ্দিন টুকু 
গণতান্ত্রিক প্রক্রিয়া চলমান রাখতে হবে: সুলতান সালাউদ্দিন টুকু 
সাইফুল ইসলাম সবুজ:
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলমান রাখতে হবে- এই দেশটি আমাদের সকলের, সকলে মিলেই উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হবে। সব দ্বিধা-দ্ব›দ্ব এবং আন্দোলনকে নিয়ে বির্তক না করে সকলে মিলে ঐক্যবদ্বভাবে আগামির বাংলাদেশ গড়ে তুলতে হবে- আগামির বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ। বৃহস্পতিবার (৩ জুলাই) টাঙ্গাইল মেডিকেল কলেজে জুলাই-আগস্ট গণঅভ্যুথান, শোক ও বিজয়ের বর্ষপূর্তিতে কেন্দ্রীয় বিএনপি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল জেলা ড্যাবের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আগামিতে আমরা সন্ত্রাসমুক্ত, নৈরাজ্যমুক্ত, চাঁদাবাজমুক্ত সমাজ চাই। বিএনপির
ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছেন, যারা অন্যায়ের সাথে সম্পৃক্ত হবে,
সামাজিক অপরাধের সাথে সম্পৃক্ত হবে, জনগন দুর্ভোগ পায় এই রকম কাজের সাথে সম্পৃক্ত হবে,
যারা অন্যায়ের সাথে জড়িত থাকবেন- তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, বিগত ১৭ বছরে অসংখ্য বিএনপি নেতা গুম হয়েছে, খুন হয়েছে। আমাদের
দেশনেত্রীকে দীর্ঘ ৬ বছর জেলে রাখা হয়েছে। অসংখ্য আলেম-উলামাদের হত্যা করা হয়েছে। আজকে এই আন্দোলনে একমাত্র সংগঠন বিএনপি, যে সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মী শহীদ
হয়েছেন।
সুলতান সালাউদ্দিন বলেন, আজ জুলাই-আগস্ট গণঅভ্যুথান এক বছর প্রায় পূর্ণ হয়েছে। যদি
আমরা দ্বিধা-বিভক্ত হয়ে যাই যারা শহীদ হলেন, যারা রক্ত দিলেন- তাদের রক্ত কিন্তু প্রশ্ন করবে। এই
জন্যই কি আমরা শহীদ হয়েছি। এ জন্যই কি আমরা রক্ত দিয়েছি। বংলাদেশের মানুষ ফ্যাসিবাদের
বিদায় করেছে- সামনে গণতন্ত্র আসবে এটাই স্বাভাবিক।
এ সময় টাঙ্গাইল জেলা ড্যাবের সভাপতি ডা. আব্দুল মতিনের সভাপতিত্বে রক্তদান কর্মসূচির
উদ্বোধন করেন, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা
বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু প্রমুখ। এসময় টাঙ্গাইল জেলা বিএনপি ও
এর অঙ্গ সংগঠন এবং জেলা ড্যাবের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/০৩ জুলাই ২০২৫/মওম 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here