নিজস্ব প্রতিবেদক:
পারমাণবিক জ্বালানি এবং তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনার নিরাপত্তা নিশ্চিতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) থেকে গৃহীত যৌথ কনভেনশনে স্বাক্ষর করার প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
৩ জুলাই বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পারমাণবিক জ্বালানি এবং তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে গৃহীত আন্তর্জাতিক চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণের পদক্ষেপ হিসেবে, ১৯৯৭ সালের ৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) কর্তৃক গৃহীত ব্যবহৃত পারমাণবিক জ্বালানি ব্যবস্থাপনা এবং তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনার নিরাপত্তা সম্পর্কিত যৌথ কনভেনশন-এ স্বাক্ষর করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
সকালে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ঢাকায় তেজগাঁওয়ে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।
আলোকিত প্রতিদিন/০৩ জুলাই ২০২৫/মওম