দুর্নীতির মামলায় গ্রেপ্তার আ. লীগের সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয়!

0
30

বিশেষ প্রতিনিধি, মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতা নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার, ২ জুলাই রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন সাংবাদিকদের জানান, দুর্জয়ের বিরুদ্ধে দুটি মামলা দায়ের রয়েছে এবং এসব মামলার তদন্ত চলমান আছে।

এর আগে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ২০২৩ সালের ৩ অক্টোবর আদালত দুর্জয় এবং তার স্ত্রী ফারহানা রহমানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেন। দুদকের অভিযোগে বলা হয়েছে, তিনি ক্ষমতার অপব্যবহার করে নিয়োগ-বাণিজ্যে জড়িত ছিলেন, সরকারি অর্থ আত্মসাৎ করেছেন এবং পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়ের বাইরে বিপুল সম্পদ অর্জন করেছেন তিনি।

চলমান দুর্নীতি তদন্তের অংশ হিসেবে ২০২৪ সালের ২১ জানুয়ারি আদালতের নির্দেশে রাজধানীর লালমাটিয়ায় দুর্জয়ের নামে থাকা ২,৫২৩ বর্গফুটের একটি ফ্ল্যাট, একাধিক জমি এবং তিনটি গাড়ি জব্দ করা হয়।

উল্লেখ্য, নাঈমুর রহমান দুর্জয় ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে মানিকগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ক্রিকেটার হিসেবে বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়কের পরিচিতি পাওয়া দুর্জয় রাজনৈতিক অঙ্গনেও সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন।

আলোকিত প্রতিদিন/এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here