মুরাদনগরে দুই সন্তানসহ মাদক ব্যবসায়ী “রুবি” গণপিটুনিতে নিহত

0
42

নাজমুল হাসান:

কুমিল্লা মুরাদনগর বাঙ্গরা বাজার থানা এলাকায় গণপিটুনিতে তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। মুরাদনগর ২নং আকুবপুর ইউনিয়নে কড়ইবাড়ি গ্রামের চিহ্নিত মাদক সম্রাজ্ঞী রুবি আক্তার (৪৮) ও তার ছেলেমেয়েকে গণপিটুনিতে হত্যা করা হয়েছে।

নিহতরা হলেন, কড়ইবাড়ি গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী রোকসানা আক্তার রুবি(৪৮),  তার পুত্র রাসেল মিয়া (২৮), মেয়ে জোনাকি আক্তার (২২)। রুবি  ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। আজ সকাল ৯ টার দিকে এলাকাবাসী ওই বাড়িতে হানা দিয়ে তাদেরকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়।  স্থানীয়দের অভিযোগ, রুবি পরিবার এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ী সহ সন্ত্রাসী কার্যক্রমে জড়িত। তাদের বিরুদ্ধে মুরাদনগর এর আশপাশের থানায় একাধিক মামলা রয়েছে।

কড়ইবাড়ি গ্রামের সাঈদ বলেন,“রুবি এবং পরিবার  মানুষকে মাদক ব্যবসায়ের পাশাপাশি জিম্মি করে টাকা আদায় অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিলো। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল পুরো গ্রাম।” ।”
ঘটনার পরপরই কুমিল্লার পুলিশ সুপার নজির আহম্মেদ খান ঘটনাস্থলে ছুটে যান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন।

বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এছাড়াও গণপিটুনিতে একজন আহত হয়েছেন বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।  পরে বিস্তারিত জানানো হবে।

আলোকিত প্রতিদিন/০৩ জুলাই ২০২৫/মওম 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here