সাবেক এমপি এ এম নাঈমুর রহমান দুর্জয়ের চারদিনের রিমান্ড মঞ্জুর

0
50
সাবেক এমপি এ এম নাঈমুর রহমান দুর্জয়ের চারদিনের রিমান্ড মঞ্জুর
সাবেক এমপি এ এম নাঈমুর রহমান দুর্জয়ের চারদিনের রিমান্ড মঞ্জুর
মো: মহিদ:
মানিকগঞ্জ-১ আসনের সাবেক এমপি এ এম নাঈমুর রহমান দুর্জয়ের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।  ৩ জুলাই বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টার দিকে ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে হাজির করা হলে তার বিরুদ্ধে চারদিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক সাদবীর ইয়াছির আহসান চৌধুরী। রাষ্ট্রপক্ষে রিমান্ড শুনানি করেন নারী ও শিশু ট্রাইব্যুনালের স্পেশাল পিপি হুমায়ন কবির। আসামিপক্ষ রিমান্ড আবেদন নামঞ্জুর পূর্বক জামিনের আবেদন করেন অ্যাডভোকেট নজরুল ইসলাম বাদশাসহ বেশ কয়েকজন সিনিয়র আইনজীবী। উল্লেখ্য, মানিকগঞ্জের ঘিওর, দৌলতপুর এবং শিবালয় উপজেলা নিয়ে মানিকগঞ্জ-১ নির্বাচনি আসন গঠিত। ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনে নৌকার টিকিটে এমপি হন দুর্জয়। ৫ আগস্টের পর দীর্ঘদিন আত্মগোপনে থাকলেও অবশেষে জেলা গোয়েন্দা পুলিশ ঢাকার লালমাটিয়ার নিজ বাড়ি থেকে তাকে মানিকগঞ্জ সদর থানার একটি মামলায় গ্রেপ্তার করে। এ ছাড়াও দৌলতপুর ও শিবালয় থানায় সাবেক এমপি দুর্জয়ের বিরুদ্ধে রাজনৈতিক মামলা রয়েছে। পর্যায়ক্রমে মামলাগুলোর শুনানি হবে।
আলোকিত প্রতিদিন/০৩ জুলাই ২০২৫/মওম 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here