নিজ জন্মভূমি নবীনগরে আসছেন উপদেষ্টা ড.সালেহউদ্দিন আহমেদ

0
44
নিজ জন্মভূমি নবীনগরে আসছেন উপদেষ্টা ড.সালেহউদ্দিন আহমেদ
নিজ জন্মভূমি নবীনগরে আসছেন উপদেষ্টা ড.সালেহউদ্দিন আহমেদ
মোঃ আনোয়ার হোসেন:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সন্তান অন্তর্বর্তী সরকারের অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ প্রথমবারের মত আগামীকাল ৫ জুলাই সরকারি সফরে নিজ জন্মস্থান নবীনগরে আসছেন। তাঁর সফর সূচী অনুযায়ী সকাল ১০টা ৩০ মিনিটে তিনি নবীনগর সদরে জেলা পরিষদ ডাক বাংলোতে অবস্থান করবেন। পরে দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিবেন। বিকেল ৫টায় তিনি ঢাকার উদ্দেশ্যে নবীনগর ত্যাগ করবেন। তাঁর এ সফরে তিনি নিজ পৈতৃক নিবাস নবীনগর উপজেলার দড়ি শ্রীরামপুর গ্রামে যাবেন কি না, তা সফর সূচিতে স্পষ্ট ভাবে উল্লেখ নাই। ড. সালেহউদ্দিন আহমেদের আগমন উপলক্ষে নবীনগরের জনমনে ব্যাপক আগ্রহ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। উপজেলা প্রশাসন থেকেও তার সফরকে কেন্দ্র করে প্রস্তুতি চলছে পুরোদমে। নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী বলেন- “উপদেষ্টা মহোদয়ের আগমন আমাদের জন্য গর্বের। আমরা তাঁকে যথাযথ সম্মানের সঙ্গে বরণ করে নিতে সকল প্রস্তুতি শেষ পর্যায়ে নিয়ে এসেছি। জেলা প্রশাসক মহোদয়ও নিয়মিত খোঁজখবর রাখছেন।” উল্লেখ্য, নবীনগরের সন্তান ড. সালেহউদ্দিন আহমেদ দেশের খ্যাতিমান অর্থনীতিবিদ। তিনি ২০০৫ সালের ১ মে থেকে ২০০৯ সালের ৩০ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের নবম গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
আলোকিত প্রতিদিন/০৪ জুলাই ২০২৫/মওম 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here