খেলা শুরুর আগে খেলার উপর গুরুত্ব দিয়ে প্রধান অতিথির বক্তব্যে মোকারম ফাউন্ডেশন চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ বলেন, ফুটবল খেলা গ্রাম বাংলার জনপ্রিয় খেলা, অতীতে বগুড়া জেলার সোনাতলা উপজেলার অনেক সুনাম ছিল ফুটবল খেলার জন্য। যেহেতু ফুটবল খেলা এখন অনেকটা অপ-সংস্কৃতির বেড়াজালে নতুন প্রজন্ম ভুলতে বসেছে। আমরা সুস্থ ধারার খেলাধুলার মাধ্যমে যুব সমাজ কে এগিয়ে নিতে চাই। যুব সমাজকে বিভিন্ন ধরনের অপরাধ থেকে ফিরিয়ে আনতে খেলাধুলার কোন বিকল্প নেই।
প্রধান অতিথি আরও বলেন, সময়ের বিবর্তনে হারিয়ে যাওয়া ফুটবল খেলার ঐতিহ্য ফিরিয়ে আনতে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরপাড়া হাট সিএনজি চালক সমবায় সমিতির উপদেষ্টা মোহাম্মদ আশরাফ আলী, সহ-সভাপতি রঞ্জু মন্ডল, সহ-সভাপতি লিটন প্রামাণিক, যুগ্ম সাধারণ সম্পাদক শিপন মন্ডল, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক সরকার, বাবু প্রামানিক,ক্রিড়া সম্পাদক সুজন মিয়া।
উক্ত খেলায় অংশগ্রহণ করেন সিনিয়র একাদশ বনাম জুনিয়র একাদশ।খেলায় জুনিয়র একাদশ ২-১ গোলে সিনিয়র একাদশকে পরাজিত করে।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে একটি খাসি এবং রানার্সআপ দলকে ট্রফি উপহার দেন।
আলোকিত প্রতিদিন/০৪ জুলাই ২০২৫/মওম