প্রতিনিধি,সাতকানিয়া (চট্টগ্রাম):
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ভোয়ালিয়াপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও জনমত গঠনের লক্ষ্যে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৪ জুলাই) বিকেল ৪টায় সাতকানিয়া পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাতকানিয়া পৌরসভা বিএনপি’র সাবেক সিনিয়র সদস্য ও ৮ নম্বর ওয়ার্ডের সাবেক আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী। যৌথভাবে সঞ্চালনা করেন পৌরসভা বিএনপির সাবেক সদস্য ইফতেখার মোস্তফা সম্রাট এবং সাতকানিয়া পৌরসভা যুবদলের আহ্বায়ক এস. এম. জাহেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন— চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র নবগঠিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সফল আহ্বায়ক জামাল হোসেন।
প্রধান অতিথি বলেন,
“ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি কিংবা গ্রুপ-উপগ্রুপের রাজনীতি বাদ দিয়ে আসুন শহীদ জিয়ার আদর্শে বলীয়ান হয়ে দলের রাজনীতি করি। দলের মধ্যে বিভেদ ও বিভাজনের রাজনীতি পরিহার করি। ব্যক্তি নয়, দলকে প্রাধান্য দিয়ে দলীয় সিদ্ধান্তকে সম্মান ও শ্রদ্ধা জানিয়ে সাংগঠনিক শৃঙ্খলা মেনে এক ব্যানারে ঐক্যবদ্ধ হয়ে দলকে আরও সুসংগঠিত করি। আসুন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় তরান্বিত করি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এহেসান মোল্লা,
সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব গোলাম রসুল মোস্তাক,
সাতকানিয়া পৌরসভা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এইচ. এম. রফিক,
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আহমদুল হক সিকদার,
পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাঈনুদ্দীন মোহাম্মদ জাহেদ,
সৈয়দ বাহাউদ্দীন বুলু,
গোলাম মোস্তাফা বাবুল,
জয়নাল আবেদীন, মোহাম্মদ হেলাল, মোহাম্মদ নাসের, মাসুকুর রহমান, মিন্টু, মোস্তাফিজ, লিটন সওদাগর, সৈয়দ হোসেন, জামাল, মোহাম্মদ নজরুল,
দক্ষিণ জেলা যুবদল নেতা ইকবাল হোসেন রুবেল,
সাতকানিয়া পৌরসভা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রবিউল হোসেন পারভেজ, মাহমুদুল হক বাদশা,
পৌরসভা স্বেচ্ছাসেবকদল নেতা আবু সাঈদ রাসেল,
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কবির,
আনিসুর রহমান আনাস, মোহাম্মদ তোহা, মোহাম্মদ আসিফ, মিশকাত, তাজরান, আজিমুর রহমান আজিম, ইমতিয়াজ, আতিক প্রমুখ।
আলোকিত প্রতিদিন/০৬ জুলাই ২০২৫/মওম