কামাল হোসেন, গাজীপুর সদর প্রতিনিধিঃ গাজীপুর সদর উপজেলার মনিপুর শ্যামলী মোড় এলাকায় একটি লেপ-তোশক তৈরির তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রবিবার (৬ জুলাই) সকাল ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। পরে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও আশপাশের দোকানিরা আগুন নেভাতে তাৎক্ষণিকভাবে চেষ্টা চালান।
খবর পেয়ে রাজেন্দ্রপুর মর্ডান ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত গোডাউনের মালিক কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া এলাকার বাসিন্দা আব্দুল মজিদ। তিনি জানান ২০০৬ সাল থেকে মনিপুর এলাকায় লেপ-তোশক তৈরির কারখানা চালিয়ে আসছিলেন। আগুনে তার গোডাউনের সব তুলা ও তৈরির সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডের ফলে তার ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান।
ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক রাকিবুল হাসান বলেন, “বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে । তবে বিস্তারিত তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
আলোকিত প্রতিদিন/এপি