পবিত্র আশুরা উপলক্ষে মানিকগঞ্জের গড়পাড়ায় ইমামবাড়ী থেকে ১০১তম শোক মিছিল

0
22
মো: মহিদ: 
১০ই মহররম। পবিত্র আশুরা। বিশ্ব জুড়ে মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ দিন। হিজরি বর্ষের প্রথম মাস মহররমের ১০ তারিখ পবিত্র আশুরা হিসেবে ধর্মপ্রাণ মুসলমানরা পালন করে থাকেন। মহান আল্লাহ্ রহমত ও ক্ষমা পাওয়ার আশায় এদিন ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজা, নামাজ, দান-খয়রাত ও জিকির-আজকারের মধ্য দিয়ে দিনটি পালন করেন। পবিত্র আশুরা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও মানিকগঞ্জের ঐতিহ্যবাহী গড়পাড়া ইমামবাড়ী দরবার শরীফ থেকে শোক মিছিল অনুষ্ঠিত হবে। রোববার বিকেল ৩টায় ১০ই মহরম উপলক্ষে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের আলিনগর গ্রাম থেকে ১০১তম শোক মিছিল শুরু হবে বলে আয়োজকরা জানিয়েছেন। শোকাবহ এই মিছিলকে কেন্দ্র করে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গড়পাড়া ইমামবাড়ির ভক্ত ও আশেকানরা ইতোমধ্যেই বিভিন্ন অঞ্চল থেকে দরবারে এসে জমায়েত হতে শুরু করেছেন। রাজবাড়ী, গোয়ালন্দ, ফরিদপুর, টাঙ্গাইল, গাজীপুর, পাবনাসহ আরো বেশ কিছু জেলা এবং মানিকগঞ্জের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫০ হাজার ভক্তবৃন্দের উপস্থিতির আশা করছেন দরবার কর্তৃপক্ষ। দীর্ঘ সময় ধরে ধারাবাহিকভাবে আয়োজিত এ শোক মিছিল মানিকগঞ্জে আশুরা পালনের এক অনন্য নিদর্শন। তাজিয়া, আলম ও নিশানসহ নানা অনুষঙ্গ নিয়ে শোক মিছিলে অংশ নেন বিভিন্ন বয়সের মানুষ। ইমাম হোসাইন (রা.) ও তাঁর পরিবারবর্গের কারবালায় শাহাদাত স্মরণে প্রতিবছর মহররম মাসজুড়ে গড়পাড়া ইমামবাড়ী দরবার শরীফে ধর্মীয় অনুষ্ঠান, মজলিশ ও জিকির-আজকারের আয়োজন হয়ে থাকে। আজকের শোক মিছিলে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শোক, শিক্ষা ও আত্মত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র আশুরার এই আয়োজন ধর্মীয় সম্প্রীতির এক অনন্য বার্তা বহন করছে বলে মনে করেন স্থানীয়রা। ইমামবাড়ি কর্তৃপক্ষ জানায়, এবারের শোক মিছিল হবে আরও জাঁকজমকপূর্ণ ও হৃদয়ছোঁয়া। ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণে তা হবে এক অপার আবেগময় মিলনমেলা। অনুষ্ঠান নির্বিঘ্ন করতে স্থানীয় স্বেচ্ছাসেবক দল মাঠে থাকবে, পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও থাকবে পর্যাপ্ত নিরাপত্তা। উল্লেখ্য, ঐতিহ্যবাহী গড়পাড়া ইমাম বাড়ী দরবার শরীফ ১৯২১ সালে প্রতিষ্ঠা করেন হযরত শাহ্ খলিলুর রহমান। খলিলুর রহমানের মৃত্যুর পর তার পরবর্তী বংশধররাই এখন এই দরবারে পরিচালনা করে আসছেন।
আলোকিত প্রতিদিন / ৬ জুলাই ২০২৫ / আর এম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here