আবু সাঈদ (সৌরভ):
অবৈধভাবে ফসলি জমির মাটি ও নদী তীরবর্তী ফসলি জমির বালু কেটে নেওয়ার প্রতিবাদে চর আবদুল্লায় বালু ইজারাদার মনির হোসেন ও প্রশাসনের নিরবতার বিরুদ্ধে মানববন্ধন করেছে ৬ টি সমাজের ঐক্যবদ্ধ এলাকাবাসী। মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের চর আবদুল্লাহর সাধারণ মানুষ নিজেদের ভিটে মাটি রক্ষায় ৬ ই জুলাই রবিবার দুপুর ১২ টায় চর আবদুল্লাহর নদীর পাড়ে ফসলি জমির সামনে এ মানববন্ধন করে। প্রশাসনের কাছে গিয়েও কোন প্রতিকার না পাওয়ায় মানববন্ধন করেছে এলাকাবাসী। কয়েকদিন আগেও এলাকাবাসী একত্রিত হয়ে বালু খেকোদের দাওয়া করে চর আবদুল্লাহ থেকে বিতাড়িত করে। কিন্তু ইজারাদার স্থানীয় প্রসাশনকে ম্যানেজ করে কয়েক দিন পর পর চর আবদুল্লাহ এসে বালু কাটে।
এলাকাবাসীর ভাষ্য ও ইজারারা নথি সুত্রে জানা যায়, ভূমি মন্ত্রণালয়ের পক্ষে সর্বমোট ৮,১২,৫০০০০ ( আট কোটি বার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় মেসার্স মনির এন্টারপ্রাইজ কে মুন্সীগঞ্জ সদর উপজেলার ভাষাণচর মৌজায় ১ নং খতিয়ানের ১২০ একর জায়গা বালুমহালের জন্য ইজারা দেয়। কিন্তু ইজারাদার মনির হোসেন অবৈধভাবে আধারা ইউনিয়নের চর আবদুল্লাহ গ্রামের ভিতরে এসে ফসলি জমির বালু ও মাটি কাটে।
স্থানীয়দের অভিযোগ, এ বিষয়ে প্রশাসনকে জানিয়েও কোন লাভ হয়নি। বরং প্রশাসন স্থানীয়দের ইজারাদারের সাথে বালু কাটার সমঝোতা করে দেয়।
এলাকাবাসীর দাবী, তাদের ফসলি জমি রক্ষায় এবং তাদের পিতা মাতার ভিটে মাটি রক্ষায় কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ভূমিকা পালন করবে। সেই সাথে প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার হস্তক্ষেপে কামনা করেন।
আলোকিত প্রতিদিন / ৬ জুলাই ২০২৫ / আর এম