আঞ্চলিক প্রতিনিধি:
মানিকগঞ্জের আরিচাঘাটে ১৮শ’ পিস ইয়াবা বহনকালে বিপ্লব ত্রিপুরা (২৭) নামে এক ব্যাক্তি গ্রেফতার শিবালয় থানা পুলিশ। শনিবার গভির রাতে তাকে আটক করে রবিবার (৬ জুলাই) দুপুরে কোর্টে প্রেরণ করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৫ লাখ টাকা। আটক বিপ্লব ত্রিপুরা ওরফে হোসেন আব্দুল্লাহ খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার গাড়ীটানা গ্রামের বিমল ত্রিপুরার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে গোপন সূত্রের ভিত্তিতে ঢাকা-আরিচা মহাসড়কে শিবালয় থানার গেইটের সামনে চেকপোস্টে যানবাহন তল্লাসী চালানো হয়। এ সময় একটি সিএনজি থামার সংকেত দিলে সিএনজিতে থাকা দৌড়ে একযাত্রী পালানোর চেষ্টা করে। তাকে ধরে জিজ্ঞাসাবাদে জিন্সের প্যান্টের গোপন পকেটে থাকা ওই পরিমান নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। ধৃত আসামী টেননাফ থেকে অবৈধ ইয়াবা বিক্রির জন্য পাবনার সুজানগর উপজেলার সৌক্ষেতুপাড়া গ্রামের নার্গিস আক্তারের উদ্দেশ্যে যাচ্ছিল বলে পুলিশকে জানায়।
বিষয়টি নিশ্চিত করে এসআই সুমন চক্রবর্তী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে টহল পুলিশের একটি দল যানবাহন তল্লাশি কালে সিএনজি আরোহী বিপ্লবকে নিষিদ্ধ মাদকসহ আটক করা হয়। তাকে ২০১৮ সালের মাদকদ্রব্য আইন ৩৬(১), ১০(ক)/৪১ ধারায় মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে।
আলোকিত প্রতিদিন / ৬ জুলাই ২০২৫ / আর এম