শওকত আলী ক্রাইম রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এ প্রবাসীর ৯ বছরের মেয়েকে হত্যা করে লাশ ফেলে যায় মসজিদের দোতলায়।
আজ রোববার (৬জুলাই) সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাবলীপাড়া মসজিদের দোতলা থেকে শিশুটির লাশ উদ্ধার করে সরাইল থানা পুলিশ।
নি’হত শিশুর নাম ময়না আক্তার (৯)। সে শাহবাজপুর চন্দু মিয়া পাড়ার প্রবাসী মোঃ রাজ্জাক মিয়ার মেয়ে।
পরিবারের লোকজন জানান, ময়না গতকাল শনিবার নিখোঁজ হয়। আজ সকালে ফজর নামাজের পর শিশুরা মসজিদে মক্তব পড়তে গিয়ে মসজিদের দ্বিতীয় তলায় ময়নার লাশ দেখতে পায়।
এদিকে ধারণা করা হচ্ছে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে, তবে বিষয়টি পরিস্কার নয়। লাশ উদ্ধারের পর সরাইল থানাপুলিশ, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ও পিবিআই পুলিশের একটি টিম ঘটনাস্থলে আসে।
এবিষয়ে সরাইল সার্কেল সহকারী পুলিশ সুপার জনাব তপন সরকার বলেন, আমরা বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছি। সরাইল থানাপুলিশ ও পিবিআই পুলিশের একটি টিম একযোগে তদন্ত করছে। আমরা জিজ্ঞাসাবাদের জন্য এই মসজিদের ইমাম ও মুয়াজ্জিন-কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে ।
আলোকিত প্রতিদিন/এপি