আলোকিত ডেস্ক, ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত মহকুমা যেন ধীরে ধীরে রহস্যময় এক সামাজিক ধাঁধায় পরিণত হচ্ছে। গত পাঁচ মাসে এক অভাবনীয় ঘটনাক্রমে প্রায় ৫০০ বিবাহিত নারী নিখোঁজ হয়েছেন বলে পুলিশ সূত্র জানিয়েছেন । সাম্প্রতিক সময়ে এই ঘটনা দেশটির সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ‘গৃহবধূরাও কি আজকাল সংসার ছাড়ছেন স্বেচ্ছায়?’—এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বারাসাতবাসীর মুখে মুখে।
পুলিশ ও সমাজবিদরা একমত—এটা শুধু নিখোঁজ হওয়ার ঘটনা নয়, এটা এক বড় সামাজিক সংকেত, যা নিয়ে নতুন করে ভাবনার সময় এসেছে।
সূত্র : আজকাল
আলোকিত প্রতিদিন/এপি