টাঙ্গাইলে সাবেক চেয়ারম্যান ফারুক হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন 

0
42
টাঙ্গাইলে সাবেক চেয়ারম্যান ফারুক হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন 
টাঙ্গাইলে সাবেক চেয়ারম্যান ফারুক হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন 
সাইফুল ইসলাম সবুজ:
টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুকের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (৭ জুলাই) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সদর উপজেলা বিএনপির উদ্যোগে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, যুগ্ম-সম্পাদক আজিমুদ্দিন বিপ্লব, দাইন্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. লাভলু মিয়া লাভু প্রমুখ।
বক্তারা বলেন, টাঙ্গাইলে তৎকালীন শেখ হাসিনা বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অপরাধে দাইন্যা ইউনিয়নের তিন বারের নির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুককে আওয়ামী সন্ত্রাসীরা গুলি চালিয়ে নির্মমভাবে হত্যা করে। মামলা দায়ের করা হলেও ক্ষমতার অপব্যবহার করে অযিুক্তদের গ্রেপ্তার করতে দেওয়া হয়নি। তাই তারা আসামিদের দ্রæত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। এছাড়া বক্তারা নিহত ফারুকের নামে সদর উপজেলার বাসাখানপুর মিনি স্টেডিয়ামের নামকরণের দাবি করেন।
উল্লেখ্য, ২০১৩ সালে টাঙ্গাইল শহরের বটতলা বাজারের কাছে প্রাতভ্রমণে বের হলে সন্ত্রাসীরা দাইন্যা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুককে গুলি চালিয়ে হত্যা করে।
আলোকিত প্রতিদিন/০৮ জুলাই ২০২৫/মওম 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here