কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চেইন্দা লারপাড়া এলাকায় জমির সীমানা পিলার ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ৬ জুলাই দিবাগত রাতে বৈরী আবহাওয়ার সুযোগে।
জমির মালিক ভুক্তভোগী হোসাইন ইসলাম বাহাদুর গং অভিযোগ করে জানান, তারা ২০২১ সালে দি চট্টগ্রাম ক্যাথলিক ডাইয়োসিস থেকে ৪ একর ৮০ শতক জমি ক্রয় করেন। জমি ক্রয়ের পর থেকে দীর্ঘদিন ধরে তারা শান্তিপূর্ণভাবে জমিটি ভোগদখল করে আসছিলেন। এ পর্যন্ত ওই জমি নিয়ে কারো সাথে কোনো বিরোধ দেখা দেয়নি।
তবে গত ৬ জুন রাতের অন্ধকারে বৈরি আবহাওয়ার সুযোগে একদল দুর্বৃত্ত হঠাৎ করে জমির প্রায় ৩০টি সীমানা পিলার ভেঙে দেয়। এ ঘটনায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান হোসাইন ইসলাম বাহাদুর ।
তিনি আরও বলেন, “এঘটনায় আইনি পদক্ষেপ নেয়া হয়েছে। সেই সাথে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে যথাযথ বিচার দাবি তাদের।
এদিকে, জমির পাশ্ববর্তী দানেশ চৌধুরীর কিছু ওয়ারিশ দেলওয়ার চৌধুরীসহ তার সাঙ্গপাঙ্গরা প্রথমদিকে চাঁদার জন্য কৌশলে বাঁধা দিলেও পরবর্তীতে তাদের কোনো অংশীদারত্ব না থাকায় সরে যায়। কিন্তু এ ঘটনায় তাদের হাত থাকতে পারে বলে জানান জমির মালিকগণ। ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসনের তড়িৎ হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী বাহাদুর।
প্রসঙ্গতঃ দেলওয়ার চৌধুরীকে ওই এলাকায় চাঁদাবাজ ও অসামাজিক ব্যক্তি হিসেবে তার পরিচিত রয়েছে। তিনি সরাসরি জড়িত থাকতে পারে বলে ধারণা করছেন সচেতন মহল।
আলোকিত প্রতিদিন/এপি