কামাল হোসেন, গাজীপুর সদর প্রতিনিধিঃ গাজীপুর সদর উপজেলায় মহাসড়কের পাশে অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা পুলিশ। মঙ্গলবার (৮জুলাই) বিকেলে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর ও বাঘের বাজারে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর পুলিশের টি আই এডমিন শাহাবউদ্দিন, টি আই শহিদুল, টি আই মাসুদ এবং সালনা হাইওয়ে থানার ওসি কামরুজ্জামান। এসময় সড়কের উপরে বসা অস্থায়ী কয়েক শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। এছাড়া যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় বেশ কিছু অবৈধ গাড়ির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়।
গাজীপুর জেলা পুলিশের টি আই এডমিন শাহাবউদ্দিন জানান, “দীর্ঘদিন ধরেই মহাসড়কের পাশে অবৈধ দখলদারদের কারণে যান চলাচলে বিঘ্ন ঘটছিল। সাধারণ মানুষের নিরাপত্তা ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই পুলিশ সুপার গাজীপুর জেলার নির্দেশে এ উদ্যোগ নেওয়া হয়েছে।”
স্থানীয়দের অভিযোগ, কিছু প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে মহাসড়ক দখল করে ব্যবসা পরিচালনা করছিল এবং তাদের পকেট ভারী করছিল। তবে পুলিশ প্রশাসনের এই উদ্যোগে সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মহাসড়কের পরিবেশ স্বাভাবিক রাখতে নিয়মিত নজরদারি করা হবে।
ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এই উচ্ছেদ অভিযানে জেলা পুলিশ, জয়দেবপুর থানা পুলিশ এবং সালনা হাইওয়ে থানা পুলিশের প্রায় শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -