
আলোকিত ডেস্ক:
চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের সংক্রান্ত সব কাজ শেষ করার নির্দেশ দিয়েছে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার পদক্ষেপে সন্তুষ্টি প্রকাশ করেছে বিএনপি।
১০ জুলাই বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন একাংশের এক আলোচনা সভায় এ কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব বলেন, মানুষ দ্রুত নির্বাচিত সংসদ দেখতে চায়। সকল প্রস্তুতি শেষ করে নির্বাচন কমিশন দ্রুত ভোটের আয়োজন করবে বলে আশাবাদী বিএনপি। জুলাই ঘোষণাপত্র নিয়ে চূড়ান্ত মতামত সরকারের কাছে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
মির্জা ফখরুল আরও বলেন, জিয়াউর রহমান একদলীয় থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিলেন। পরবর্তীতে খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংযুক্ত করেছেন। কিন্তু এখন কেউ কেউ বলছে বিএনপি সংস্কারে বাঁধা দিচ্ছে।
তিনি বলেন, বেশিরভাগ সংস্কার প্রস্তাবে বিএনপি একমত। কিন্তু কিছু মৌলিক বিষয়ে আমরা একমত নই। তবে পরবর্তী সংসদ সেসব বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে মত দিয়েছি।
গণতান্ত্রিক অধিকার রক্ষায় জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, বিভক্তি নয়, এই মুহূর্তে সবচেয়ে জরুরি হচ্ছে জাতিগত ঐক্য গড়ে তোলা। যেখান থেকে একটি অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক, স্বচ্ছ রাজনৈতিক পরিবেশ তৈরি হবে।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক খুরশীদ আলমের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম, নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম,
জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি এবং কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গণি চৌধুরী, দৈনিক যুগান্তরের সম্পাদক আব্দুল হাই সিকদার, দৈনিক আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল রহমান, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বিএফইউজের সহ-সভাপতি এ কে এম মহসিন, প্রবাসী সাংবাদিক ইমরান আনসারী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এম সাইদ খান প্রমুখ।
আলোকিত প্রতিদিন/ ১০জুলাই ২০২৫/মওম