ইপিজেড বাস্তবায়নে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ!

0
35
জোবায়দুর রহমান জুয়েল ক্রাইম রিপোর্টার গাইবান্ধা : রংপুর ইপিজেড বাস্তবায়নের দাবিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপর-ঢাকা মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচিতে আধিবাসী সাঁওতাল সম্প্রদায়সহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেয়।
বৃহস্পতিবার (১০ জুলাই)দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা শহরের থানা মোড় চারমাথা এলাকায় ২ ঘন্টার বেশি সময় অবস্থান কর্মসূচি পালন করা হয়। গোবিন্দগঞ্জ সবস্তরের জনতার ব্যানারে আয়োজিত এই অবস্থান কমসুচি চলাকালে রংপুর-ঢাকা মহাসড়ক যানবাহন চলাচল বন্ধ হওয়ায় দুভোগে পড়েন যাত্রীসাধারণ। পরে খবর পেয়ে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম হোসেন, থানা পুলিশ ও সেনাবাহীনির হস্তপেক্ষে অবস্থানকারীরা সড়ক থেকে সড়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
অবস্থান কর্মসূচি থেকে বক্তারা বলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারের জায়গায় রংপুর রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (রংপুর ইপিজেড) করার সিদ্ধান্ত নেয় বেপজা। সে অনুযায়ী প্রস্তাবিত এলাকার ২৫৪ একর জমি অধিগ্রহণ কাজ চলছে। এই ইপিজেডটি চালু হলে তা হবে দেশের দশম ইপিজেড। কিন্তু কতিপয় স্বার্থন্বেশী মহল ইপিজেড বাস্তবায়ন বাঁধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দ্রুত অবকাঠামো নির্মাণসহ ইপিজেড বাস্তবায়নের কার্যক্রম শুরু না হলে আগামিতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলে হুশিয়ারি দেন বক্তারা।
অপরদিকে, এই কমসূচি চলাকালে গোবিন্দগঞ্জের কাটামোড় এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কমসূচি করেছে ইপিজেড বিরোধি কতিপয়  সাঁওতালরা। এসময় সাঁওতালরা তীর ধনুক ও ঢোল নিয়ে সড়কে অবস্থান করে তিন ফসলী জমিতে ইপিজেড না করার দাবি জানান।  একই সঙ্গে তিন সাঁওতাল হত্যার বিচারসহ বাপ-দাদার জমি ফেরতের দাবি জানান তারা।
আলোকিত প্রতিদিন/এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here