টেকনাফে বসত-ঘর থেকে ইয়াবা ও নগদ টাকাসহ স্ত্রী আটক, স্বামী পলাতক

0
45
হেলাল উদ্দিন, টেকনাফ। বর্ডার গার্ড বাংলাদেশ ২বিজিবি টেকনাফের হাতিয়ার ঘোনার করাচিপাড়ার  এক বসতঘরে অভিযান চালিয়ে ৮১ হাজার৩ শ’ ৫৫ পিস ইয়াবা ও নগদ ১ লাখ ১ হাজার ৯ শ’ ৭০ টাকা সহ সোনা মিয়ার স্ত্রী রুজিনা আক্তারকে আটক করে এসময় সোনা মিয়া পালিয়ে যায়।
টেকনাফ ২বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  ৯জুলাই রাতের প্রথম প্রহরের পরবর্তী মাদকের ১টি বড় চালান মায়ানমার হতে সাগর পথে এনে পাহাড়ি অঞ্চলের বসত-বাড়িতে মওজুুদের গোপন সংবাদের ভিত্তিতে কয়েকটি বিশেষায়িত টহল দল নিয়ে টেকনাফের হাতিয়ার ঘোনার করাচিপাড়ার গহীনে পাহাড়ি এলাকা সংলগ্ন সোনা মিয়ার বসতঘরে লেঃ কমান্ডার সাদিক রাফি ও তার টহল দল তল্লাশির অভিযান করে ৮১হাজার ৩শ ৫৫পিস ইয়াবা এবং ১লাখ ১হাজার ৯শ ৭০টাকাসহ সোনা মিয়ার স্ত্রী রুজিনা আক্তার (৩৯) কে আটক করতে সক্ষম হলেও আটক মহিলার স্বামী এবং মৃত আব্দুর রশিদের পুত্র সোনা মিয়া (৩৭) পাহাড়ি পথ বেয়ে পালিয়ে যায়।
‎ইয়াবা ও নগদ টাকাসহ আটক মহিলাকে সংশ্লিষ্ট আইনের মামলায় টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ২ বিজিবি অধিনায়ক।
আলোকিত প্রতিদিন/এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here