ক্রীড়া ডেস্ক:
ঘরের মাঠে দারুণ সময় পার করছে শ্রীলঙ্কা। টেস্ট এবং ওয়ানডেতে সফরকারী বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের পর এবার টি-টোয়েন্টির মিশনে স্বাগতিক দল। ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩০ মিনিটে দুই দল মুখোমুখি লড়াইয়ে নামবে আজ।
ইতোমধ্যে শ্রীলঙ্কা ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে। নিজেদের সমর্থকদের উদ্দেশে এক বার্তায় তারা আরও জানায়, আজকের ম্যাচের জন্য আর কোনো টিকিট বিক্রি হবে না, তাই কাউকে টিকিট সংগ্রহের উদ্দেশে টিকিট কাউন্টারে না আসার অনুরোধ জানানো যাচ্ছে। টিকিটধারীরা স্থানীয় সময় বিকেল ৫টা থেকে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন বলেও জানানো হয়।