রাজশাহীর বাঘায় ককটেল বিস্ফোরণ মামলায় গ্রে*প্তার-০১

0
39
আব্দুল আলিম, রাজশাহীর বাঘায় উপজেলা আহ্বায়ক বিএনপির বাড়িতে ককটেল বিস্ফোরণ মামলায় গোলাম মোস্তফাকে (৬২) গ্রেপ্তার করা হয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল ৩ টায় বাঘা পৌরসভার সামনে থেকে তাকে গ্রেপ্তার করে থানা-পুলিশ। গোলাম মোস্তফা উপজেলার দক্ষিন মিলিক বাঘা গ্রামের  বাসিন্দা মৃত জাকাতুল্লাহ ছেলে ।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবুল  এর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামের বাড়িতে শুক্রবার (১৭জানুয়ারি২৫) রাত আনুমানিক রাত ৯ টার দিকে ককটেল বিস্ফোরণ হামলায় হয়। এ ঘটনা ১৮ জানুয়ারি ফখরুল হাসান বাবুল  বাদি হয়ে ১১২ জন আওয়ামীলীগ নেতাকর্মিদের আসামী করে নামে মামলা করেন। এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আ ফ ম আছাদুজ্জামান জানান, উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবুলের  দায়ের করা মামলায় এজারভ’ক্ত আসামী গোলাম মোস্তফা পালাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here