ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ২৫ কিলোমিটার যানজট

0
32
ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ২৫ কিলোমিটার যানজট
ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ২৫ কিলোমিটার যানজট
মোঃ নিশাদুল ইসলাম:
ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়কের যানজট ভয়াবহ এক রূপ নিয়েছে। যানজটের ভয়াবহতা এতটাই তীব্র যে পাঁচ মিনিটের পথ ঘণ্টা সময় ব্যয় করেও পার হতে পারছেনা কোন গাড়ি। গতকালের যানজট বেড়ে এখন ২৫ কিলোমিটারে গিয়ে দাঁড়িয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশ্বরোড গোলচত্বর থেকে আশুগঞ্জ গোলচত্বর পর্যন্ত সাড়ে ১০ কিলোমিটার সড়ক যান চলাচলের একেবারে অনুপযোগী। এতে ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রামগামী যানগুলোর চলাচল করে অনেকটা ধীরগতিতে। সড়কের দূরাবস্থার কারণে যানগুলোকে ঘণ্টা পর ঘণ্টা আটকে থাকতে হচ্ছে। গতকাল বৃহস্পতিবার সারাদিন-রাত যানজট লেগেই ছিল।এ ব্যাপারে ওসি  মামুন রহমান বলেন, গতকাল বৃহস্পতিবার রাত পর্যন্ত এই যানজট ছিল ১৫ কিলোমিটার জুড়ে। তবে আজ সকালে এই যানজট ভয়াবহতায় রূপ নিয়ে তা ২৫ কিলোমিটার মহাসড়ক জুড়ে  লেগে আছে। তবে ঘণ্টাখানেক অতিবাহিত হওয়ার পর যানজট আরও বাড়তেও পারে।  সকাল থেকে গাড়ি শুধু ঢাকার উদ্দেশ্যে ছাড়ছি। সিলেট লাইন বন্ধ হয়ে আছে। মহাসড়কের খারাপ অবস্থা ও ড্রাইভারদের অসচেতনতার অভাবে যানজটের কোনো উন্নতি হচ্ছে না। ট্রাফিক পুলিশসহ ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের দল যানজট নিরসনে চেষ্টা করে যাচ্ছি
আলোকিত প্রতিদিন/১১জুলাই ২০২৫/মওম 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here