বগুড়ায় কবিতা আর ফলের ঘ্রাণে সাজানো ফল উৎসব

0
44
বগুড়ায় কবিতা আর ফলের ঘ্রাণে সাজানো ফল উৎসব
বগুড়ায় কবিতা আর ফলের ঘ্রাণে সাজানো ফল উৎসব

মাজেদুর রহমানঃ
“কবিতার ঝরনা ঝরে, মৌসুমী ফলের ঘ্রাণে সাহিত্য জাগে প্রাণে, আনন্দ নামে প্রাণবনে…”

১১ জুলাই শুক্রবার বিকেলে বগুড়া শহরের ম্যাক্স মোটেলের কোজি ক্যাফেতে জাতীয় কবিতা মঞ্চ, বগুড়া জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী আয়োজন — “কবিতা আবৃত্তি ও দেশীয় ফল উৎসব”।

কবিতা আবৃত্তি ও দেশীয় ফল উৎসব—একটি বর্ণিল সাহিত্য আয়োজন যেখানে মঞ্চ ছিলো কবিতার, আর আতিথেয়তায় ছিলো প্রকৃতির অনন্য দান—বাংলার মৌসুমী ফল।

এই আয়োজনে ছিলো মৌসুমী ও দেশীয় ফলের সমাহার—আম, কাঁঠাল, কাঠলিচু, জামরুল, জাম্বুরা, ড্রাগন ফল, ডেউয়া, খেজুর, আমড়া, কামরাঙা, তেঁতুল, বড়ই, লটকন, আনারস, লেবু, মাল্টা, কলা ও পেয়ারা।

প্রাণবন্ত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি, কবি, লেখক এবং সংগঠক ফাতেমা ইয়াসমিন। আলো ও শব্দে রাঙানো এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন, সহ-সভাপতি কবি রওশন রোজি, সাধারণ সম্পাদক সোহাগ সাদেক, সহ-সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক মাজেদুর রহমান, কোষাধ্যক্ষ কবি পাপিয়া সুলতানা, সদস্য কবি ফারজানা করিম সুইটি।

আরো উপস্থিত ছিলেন উপদেষ্টামন্ডলীর সদস্য কবি লেখক ও সম্পাদক প্রফেসর মীর আব্দুর রাজ্জাক, কবি,লেখক ও সম্পাদক মাহফুল আখতার, সিনিয়র সাংবাদিক মহসিন আলী রাজু, কবিও সাংবাদিক এইচ আলিম, ছড়াকার আমির খসরু সেলিম।

আমন্ত্রিত অতিথি ছিলেন উপন্যাসিক আব্দুর রাজ্জাক বকুল, কবি এম রহমান সাগর, নির্মাতা সুপিন বর্মন, উদ্যোক্তা শারমিন আক্তার।

আয়োজকেরা জানান, এমন সাহিত্য-সংস্কৃতির মিলনমেলা নিয়মিতভাবে আয়োজন করার পরিকল্পনা রয়েছে, যেন তরুণ সাহিত্যিক ও কবিরা আরও উৎসাহ পান এবং বাংলা সাহিত্যচর্চা আরও বেগবান হয়।

আলোকিত প্রতিদিন/১২জুলাই ২০২৫/মওম 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here