স্ত্রীকে ১১ টুক*রা করে হ#ত্যা, ১০ তলার ফ্ল্যাটের গ্রিল ভে*ঙে পালিয়ে যান স্বামী

0
39
বিশেষ প্রতিনিধি, স্ত্রীকে হত্যায় অভিযুক্ত মো. সুমন আলীকে নিয়ে র‍্যাবের সংবাদ সম্মেলন। আজ দুপুরে নগরের চান্দগাঁও এলাকায় র‍্যাব-৭-এর মিডিয়া সেন্টারেছবি র‍্যাবের কাছ থেকে পাওয়া।

 

চট্টগ্রাম নগরের রৌফাবাদ এলাকায় স্ত্রীকে কুপিয়ে হত্যার পর লাশ ১১ টুকরা করেছিলেন স্বামী মো. সুমন আলী। এরপর ঘরের বিভিন্ন জায়গায় এসব টুকরা ছড়িয়ে দেন। সবাই টের পেয়ে যাওয়ার পর ফ্ল্যাটের গ্রিল ভেঙে ১০ তলা থেকে পালিয়ে যান তিনি। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানাধীন ফুলবাড়িয়া এলাকা থেকে সুমনকে গ্রেপ্তারের পর আজ শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছে র‍্যাব।

নগরের চান্দগাঁও এলাকায় র‍্যাব–৭–এর মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বলা হয়, ৯ জুলাই রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ পাহাড়িকা হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে ফাতেমা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেন তার স্বামী মো. সুমন আলী। সেদিন রাতে বাসা থেকে অস্বাভাবিক শব্দ আসতে থাকে তখন। নিরাপত্তাকর্মী মশিউর রহমান শব্দ শুনে ওই ফ্ল্যাটে যান তিনি। ৩০ মিনিট পর দরজা খোলেন মো. সুমন আলী। পরে অস্বাভাবিক নড়াচড়া ও পানির শব্দের বিষয়ে জিজ্ঞাসা করলে এলোমেলো কথা বলতে থাকেন সুমন।

 

মো. সুমন আলী প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাবকে জানিয়েছে, তাঁর বাড়ি কুমিল্লার সদর দক্ষিণের সুয়াগাজী গ্রামে। তাঁর বাবার নাম সুন্দর আলী। ১০ বছর আগে ফাতেমা বেগমের সঙ্গে তাঁর বিয়ে হয়। পরবর্তী সময়ে সুমন কর্মসংস্থানের জন্য সৌদি আরবেও যান। গত বছরের জুনে দেশে ফিরে একটি পিকআপ গাড়ি চালাতে শুরু করেন। দেশে ফেরার পর প্রায় সময় স্ত্রীর সঙ্গে তাঁর ঝগড়া হতো।

৭–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। তিনি জানান, এ ঘটনায় নিহত ফাতেমা বেগমের বড় ভাই মোহাম্মদ আনোয়ার হোসেন বাদী হয়ে গত বৃহস্পতিবার বায়েজিদ থানায় মামলা করেন। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আলোকিত প্রতিদিন/এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here