বীর মুক্তিযোদ্ধা বাহাউদ্দীন খালেক শাহজীর ইন্তেকাল: রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

0
128

আনোয়ারা প্রতিনিধি,চট্টগ্রামের বাম রাজনীতির অগ্নিপুরুষ, বীর মুক্তিযোদ্ধা বাহাউদ্দীন খালেক শাহজী ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। বাহাউদ্দীন খালেক শাহজী চট্টগ্রামের আনোয়ারা উপজেলার শিলাইগড়া গ্রামের মৃত আবদুল খালেকের দ্বিতীয় পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী- সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। গতকাল শনিবার (১২ জুলাই ২০২৫) বিকেলে মরহুমের গ্রামের বাড়ির জামে মসজিদের মাঠে আনোয়ারা উপজেলা নির্বাহি ম্যাজিষ্ট্রেট দীপক ত্রিপুরার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দলের রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাপন করা হয়। বীর মুক্তিযোদ্ধা বাহাউদ্দীন খালেক শাহজীর নামাজে জানাজায় অংশ নিয়েছেন, আনোয়ারা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আয়ুব খান রফিক, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউসুফ, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা।

আলোকিত প্রতিদিন/এপি 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here