আলোকিত ডেস্ক, সোহাগ হত্যাকাণ্ডে বিএনপিকে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে সংবাদ প্রকাশের অভিযোগে যুগান্তরের সম্পাদককে ৫ দিনের মধ্যে ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠিয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
আজ সোমবার (১৩ জুলাই) এক সংবাদ সম্মেলনে ব্যারিস্টার কায়সার কামাল এ কথা জানান তিনি।
ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, গত বুধবার একটা অনাকাঙ্খিত এবং নির্মম হত্যাকাণ্ড ঘটেছে। যে হত্যাকাণ্ডে। এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিসহ সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ নিন্দা জানিয়েছে। আমাদের দলের পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের পক্ষ থেকে অতি দ্রুত প্রকৃত অপরাধীদের বিচারের দাবি জানিয়েছেন এই নেতারা। কিন্তু দুঃখজনক হলো, যুগান্তর পত্রিকা সরাসরি বিএনপিকে জড়িয়ে একটি নিউজ করেছে। অথচ পুলিশ-প্রশাসনের প্রাথমিক তদন্তে ব্যবসায়ীক দ্বন্দ্বে নিয়ে এই নির্মম হত্যাকাণ্ড ঘটেছে। কিন্তু ওই রিপোর্টে এসেছে বিএনপির চাঁদাবাজির জন্য এই হত্যকাণ্ড ঘটনা ঘটেছে।
আলোকিত প্রতিদিন/এপি