ক্রীড়া ডেস্ক:
সাম্প্রতিক সময়ে সব ফরম্যাটেই ধারাবাহিকভাবে ভালো করতে ব্যর্থ বাংলাদেশি ব্যাটাররা। বিশেষ করে টপঅর্ডাররা। সেই বৃত্ত থেকে বেরিয়ে আসলেন লিটন দাস। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ১৭৭ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় বাংলাদেশ। পরবর্তীতে বোলিংয়েও লঙ্কানদের চেপে ধরেন টাইগার বোলাররা।রিশাদ-শরিফুলদের তোপে দলীয় শত রানের আগেই অলআউট হয়ে যায় লঙ্কানরা। ফলে ৮৩ রানের জয় নিয়ে সিরিজে সমতা আনে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৬ রান করেন লিটন দাস। এ ছাড়া ৪৮ রান করেন শামীম। জবাবে খেলতে নেমে ১৫ ওভার ২ বলে ৯৪ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।
লিটনের রান করতে পারায় খুশি সমর্থকরা। গেল কয়েক ম্যাচ ধরে সাদা বলের ক্রিকেটে বড় রান করতে ব্যর্থ হচ্ছিলেন তিনি। যে কারণে প্রশ্ন উঠছিল লিটনের সামর্থ্য নিয়েও। অধিনায়কের ব্যাটে রান নিয়ে খুশি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও। জানালেন চিরায়ত সেই ক্রিকেটের কথাও।

সোমবার বুলবুল বলছিলেন, ‘কথায় আছে না, ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। লিটনের প্রতি আমাদের বিশ্বাসটা রাখা উচিত। তবে আমি কাউকে একক কৃতিত্ব দিতে চাই না। এই জয়ের পেছনে দলীয় পারফরম্যান্সের ভূমিকা বেশি। শামীম-লিটন সবাই ভালো খেলেছে। বোলিংয়ের সময় দেখেন সবাই ভালো করেছে। এখান থেকে পেছনে না তাকিয়ে যত কম ভুল করা যায় আর কি, সামনে এগোতে হবে।’
চলতি বছর এখন পর্যন্ত কোনো ফরম্যাটেই সিরিজ জিততে পারেননি টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজটি অবশ্য এখনো জয় করার সুযোগ রয়েছে। আগামী বুধবার শেষ ম্যাচটি জিতলে সিরিজ জয়ের সুযোগ থাকছে লিটনের দলের।
বিসিবি সভাপতি অবশ্য আশা ছাড়ছেন না। বুলবুল বিশ্বাস রাখছেন শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জিতবে বাংলাদেশ। একইসঙ্গে উন্নতির তাগিদ দিয়ে রাখলেন বুলবুল।
বিসিবি সভাপতি বলছিলেন, ‘অবশ্যই’ সিরিজ জেতা সম্ভব। দেখেন এই সিরিজের আগে একটা জেতা টেস্ট ম্যাচ আমরা ড্র করেছি। তারপর একটা টেস্ট হারলাম, তারপর সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটা আমাদের জেতা ছিল। কিন্তু আমরা ব্যাটিংয়ের কারণে হেরে গেলাম। দ্বিতীয়টা আমরা জিতলাম, এরপরে আবার হারলাম। টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচটাও হারলাম, গতকালকে জিতলাম। আমার কাছে মনে হয় কিছু কিছু জায়গায় উন্নতি করলে আরো ভালো করবে।’
আলোকিত প্রতিদিন/১৪জুলাই ২০২৫/মওম