গোবিন্দগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

0
41
গোবিন্দগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
গোবিন্দগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
রানা ইস্কান্দার রহমান:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ জুলাই সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রশাসক সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ, জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ডা. আব্দুর রহিম সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হাদিসুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ রানা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. এনামুল হক,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. ফারজানা ইয়াসমিন, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আকরাম হোসেন রাজু, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) উপজেলা শাখার সভাপতি আইয়ুর হোসেন সরকার, জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাফেজ মুফতি সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিন, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মির্জা শওকত জামান, জাতীয় সাংবাদিক সংস্থা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাজাদুর রহমান সাজু, গোবিন্দগঞ্জ সাংবাদিক এ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ খান, সাধারণ সম্পাদক উজ্জল হক প্রধান, ছাত্র প্রতিনিধি মামুন শেখ প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন। এছাড়াও আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করা হয়।
আলোকিত প্রতিদিন/১৪জুলাই ২০২৫/মওম 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here