শহিদুল্লাহ সরকার:
আশুলিয়া মডেল টাউনের ৬০ ফুর্ট এলাকা সহ খাগান, বাগ্নীবাড়ী, কালিয়াকৈর, বেশ কয়েকটি এলাকায় ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে মাদকের করাল গ্রাস। স্থানীয়রা অভিযোগ করছেন, পাড়া-মহল্লা, অলিগলি—কোথাও যেন নেই মাদক ব্যবসায়ীদের উপস্থিতি থেকে মুক্ত কোনো জায়গা।
সম্প্রতি সবচেয়ে বেশি দেখা যাচ্ছে ইয়াবা ও টাপেন্টাডল নামক একটি নতুন ধরনের মাদকের ব্যবহার। এই ভয়াবহ নেশাজাতীয় দ্রব্যগুলোর সহজলভ্যতায় উঠতি বয়সী বহু তরুণ ধ্বংসের পথে হাঁটছে। সমাজে বাড়ছে অপরাধ প্রবণতা, অস্থির হয়ে উঠছে আইনশৃঙ্খলা পরিস্থিতি এলাকাবাসীর ভাষ্যে, “চোখের সামনে আমাদের সন্তানরা শেষ হয়ে যাচ্ছে। আমরা অসহায়। প্রশাসন চাইলে একদিনেই এই চক্র গুঁড়িয়ে দিতে পারে, কিন্তু তাদের মধ্যে সেই সদিচ্ছা দেখা যাচ্ছে না।”স্থানীয় অনেকেই অভিযোগ করছেন, এক শ্রেণির প্রভাবশালী ব্যক্তি ও অসাধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছত্রচ্ছায়ায় এসব ব্যবসা দিনের পর দিন চলেই যাচ্ছে।সচেতন মহল বলছেন, শুধুমাত্র অভিযান নয়—প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা, সচেতনতা এবং কঠোর নজরদারি। মাদকের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নিলে অচিরেই এই অঞ্চল আরও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে পারে।
আলোকিত প্রতিদিন/১৪জুলাই ২০২৫/মওম