কামাল হোসেন, গাজীপুর সদর প্রতিনিধিঃ গাজীপুর সদর উপজেলায় এলডিডিপির মাঠকর্মী জাকির হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগীরা। সোমবার (১৪ জুলাই) বিকেলে সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের পিরুজালী মধ্য পাড়া এলাকার পাগলা মার্কেট সংলগ্ন আঞ্চলিক সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে পিরুজালী ইউনিয়নবাসী অভিযোগ করে বলেন, এলডিডিপি সংস্থার গবাদি পশুর মাঠকর্মী জাকির হোসেন গুরুতর দুর্নীতি করছে।সে নিজের স্বার্থ হাসিল করার জন্য বিভিন্ন ধরনের প্রকল্পের বরাদ্দ একই বাড়িতে একাধিক জনকে দিয়েছে।এমনকি স্বজন প্রীতি ও করছে।যাদের বাড়িতে কোন প্রকার গবাদি পশু নাই তাদেরকে প্রকল্পের গোয়াল ঘর বরাদ্দ দিচ্ছে।এছাড়াও গবাদি পশুর বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা প্রদানে সেবা প্রত্যাশীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে অর্থ।
মানববন্ধন কারিরা দাবি করে বলেন, জাকির হোসেন ‘শেখ হাসিনা” কে অনুসরন করে এধরনের ব্যপক দুর্নীতিতে জড়িয়েছেন। এই দুর্নীতির কারনে প্রকল্পের উদ্দেশ্য ব্যাহত হচ্ছে এবং স্থানীয় খামারিরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন।
তাই এখন পিরুজালী ইউনিয়নের সর্বস্তরের বাসিন্দারা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে মাঠকর্মী জাকির হোসেনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সহ পদত্যাগের দাবি জানাচ্ছেন।
এই বিষয়ে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ শাহিন মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন,আমরা এই অভিযোগ স্থানীয় কিছু লোকের মাধ্যমে আগেই পেয়েছি। তদন্ত সাপেক্ষে সত্যতা নিশ্চিত হলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আলোকিত প্রতিদিন/এপি