জুলাই নস্যাতের দায় জামায়াত-শিবিরকে নিতে হবে: মানিকগঞ্জ স্বেচ্ছাসেবক দল

0
40
জুলাই নস্যাতের দায় জামায়াত-শিবিরকে নিতে হবে: মানিকগঞ্জ স্বেচ্ছাসেবক দল
জুলাই নস্যাতের দায় জামায়াত-শিবিরকে নিতে হবে: মানিকগঞ্জ স্বেচ্ছাসেবক দল
মো: মহিদ: 
এক-এগারোর ষড়যন্ত্রের ধারাবাহিকতায় জুলাই মাসের গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্র বাস্তবায়ন হয়েছে-এই অভিযোগ তুলে জামায়াত-শিবিরকে জুলাই নস্যাতের দায় গ্রহণের আহ্বান জানিয়েছে মানিকগঞ্জ স্বেচ্ছাসেবক দল। সারা দেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল।মঙ্গলবার (১৫ জুলাই) বেলা ১২ টার দিকে মানিকগঞ্জ শহরের খোন্দকার দেলোয়ার হোসেন ‘ল’ কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে খালপাড় শহীদ রফিক চত্বরে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা ‘জামায়াত-শিবির গণতন্ত্র হত্যার কারিগর’, ‘জুলাই ষড়যন্ত্রের বিচার চাই’, ‘তারেক রহমানের বিরুদ্ধে চক্রান্ত বন্ধ কর’ ইত্যাদি স্লোগান দেন। সমাবেশে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম হাওলাদার, ক্রীড়া সম্পাদক জিল্লুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জিন্নাহ খান জিন্নাহ, সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, সদস্য সচিব হয়েছেন মো. রকিবুর ইসলাম, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেনসহ সকল উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিন্নাহ খান জিন্নাহ বলেন, ২০০৭ সালের ১/১১ ও তার ধারাবাহিকতায় ২০০৯ সালে বাংলাদেশে যে রাজনৈতিক ব্লুপ্রিন্ট বাস্তবায়ন হয়েছে, তাতে জামায়াত-শিবিরের প্রত্যক্ষ ভূমিকা ছিল। জুলাই মাসে সেই ষড়যন্ত্র আরও তীব্র হয়। আজ আমরা সেই ইতিহাসকে স্মরণ করছি এবং দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ওপর একটি গুপ্ত সংগঠন পরপর মিথ্যা অভিযোগ দিয়ে জনগণের কাছে উপস্থাপন করার চেষ্টা করছে। কিন্তু সত্য তো সত্যি, ন্যায় তো ন্যায়ই। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম হাওলাদার বলেন, দীর্ঘ ১৭ বছর মাফিয়া সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে গত বছরের এই জুলাই মাসে বিপ্লব সংঘটিত হয়েছে। বিপ্লবের বাংলাদেশের সাধারণ ছাত্র, শিক্ষক, সাধারণ জনতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সমমনা দল অংশগ্রহণ করেছে। সকলের সম্মিলিত প্রয়াসে ফ্যাসিবাদ বিদায় হয়েছে। এখন একটা মহল কুৎসা ও মব সৃষ্টি করে দেশের আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করছে। এই মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলই মোকাবেলা করার জন্য যথেষ্ট।
আলোকিত প্রতিদিন/১৫জুলাই ২০২৫/মওম 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here