রহমান উজ্জল:
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার শেওড়াতৈল এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। ধৃত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামির নাম আশুতোষ দাস পলাশ (৪৭)।
গোপন সংবাদের ভিত্তিতে ১৫ জুলাই সন্ধ্যা সাড়ে সাতটার দিকে র্যাব ১৪, সিপিসি ৩, টাংগাইল এবং র্যাব-১২, সিরাজগঞ্জ এর একটি যৌথ আভিযানিক দল দেলদুয়ার উপজেলার শেওড়াতৈল এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় তারা সাজাপ্রাপ্ত আসামি আশুতোষ দাস পলাশকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত পলাশের বাড়ি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ধানগড়া গ্রামে।
আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধৃত আসামিকে টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।