মোঃ আনোয়ার হোসেন:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আজ (১৬/৭) উপজেলা প্রশাসনের উদ্যোগে নবীনগর সরকারি হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী চিত্র প্রদর্শনী, যেখানে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদাহরণ তৈরি করে। তারা ছবির আঁকা মাধ্যমে তুলে ধরলো জুলাই বিপ্লবের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা। নবীনগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ছাত্রছাত্রীরা তাদের অনবদ্য সৃষ্টিশীলতা দিয়ে এই প্রদর্শনীকে করে তুলেছে মনোমুগ্ধকর। শুধু শিক্ষার্থীরাই নয়, শিক্ষক মণ্ডলীর উপস্থিতি অনুষ্ঠানের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। প্রদর্শনীতে স্থান পাওয়া চিত্রকর্ম গুলো ছিল বৈচিত্র্যপূর্ণ। শিক্ষার্থীরা জুলাই মাসের জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনা থেকে শুরু করে স্থানীয় ঐতিহ্য, সংস্কৃতি এবং সামাজিক জীবনের নানা দিক নিপুণ ভাবে ফুটিয়ে তোলেছে প্রতিটি ছবিতে। প্রতিটি ছবিই যেন এক একটি গল্প, যা শিক্ষার্থীদের মেধা ও পর্যবেক্ষণ ক্ষমতা আর শৈল্পিক প্রতিভার পরিচয় বহন করে। আয়োজকরা জানান- এই প্রদর্শনীর মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতার বিকাশ ঘটানো এবং সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে তাদের সচেতন করা। প্রদর্শনী দেখতে আসা স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী ও অভিভাবকরা শিক্ষার্থীদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। উপস্থিত অতিথিদের মতে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মনন বিকাশে অত্যন্ত জরুরি এবং শিল্প ও সংস্কৃতির প্রতি তাদের আগ্রহ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আলোকিত প্রতিদিন/১৬জুলাই ২০২৫/মওম