উজ্জ্বল আহমেদ- বিশেষ প্রতিনিধিঃ নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি স্বপ্না আকতার স্বর্ণালি শাহ্ এর ওপর হামলা ও হেনস্তার প্রতিবাদে বুধবার সকালে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
স্থানীয় চৌরঙ্গী মোড়স্থ স্মৃতি অম্লান পাদদেশে সকাল ১১ টা থেকে ১২টা পর্যন্ত এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কিশোরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে ও আব্দুস সালাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আল আমিন, ডোমার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রশিদ, জলঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাশেদুজ্জামান সুমন, ডিমলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পাভেল, হেদায়েতুল সুজন, মানিক মন্ডল প্রমুখ। ঘটনার বিবরণে জানা যায় গত ৮ জুলাই মঙ্গলবার বিকেলে গোপন সংবাদ পেয়ে সাংবাদিক স্বপ্না আকতার স্বর্ণালি শাহ্ নীলফামারী সদরের লক্ষিচাপ ইউনিয়নের জঙলী পাড়ায় যায় একজন নাবালিকা বিবাহ ঠেকাতে কিন্তু ঘটনা স্থলে পৌঁছে দেখেন উল্টো। মেয়েটি সাবালিকা, জোরপূর্বক এক ছেলের বাড়িতে ঢুকতে গিয়ে অপর বাড়িতে তিনদিন ধরে আছে, একটা পক্ষ চেষ্টা করছে মেয়েটাকে জোরজবরদস্তি ছেলের সাথে বিবাহ দিতে ছেলের বাড়িতে ঢুকিয়ে দিতে।
স্বপ্না আকতার স্বর্ণালি শাহ্ উক্ত ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমানকে ফোন দিলে তিনি মেয়েটিকে ছেলের বাড়িতে দিতে বলে, এরপর ঘটনাটি উপজেলা নির্বাহী অফিসার ও সদর থানায় জানানো হয়। অবশেষে গ্রামের জনগন মেয়েটিকে স্থানীয় জগদীশ মেম্বারের বাড়িতে দিতে গেলে চেয়ারম্যান আমিনুর রহমানের নির্দেশে স্থানীয় শ্যামল রায়, চন্দন মেম্বার সাংবাদিক দম্পতিকে হামলা ও হেনস্থা করে। হাতে থাকা ক্যামেরা কেড়ে নিয়ে মাটিতে আছাড় মাড়ে। রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আল আমিন বলেন, স্বপ্না আকতার স্বর্ণালি শাহ্ এর বিষয়ে সুষ্ঠু নিরপেক্ষ বিচার এবং হেনস্থা কারী শ্যামল রায় ও চন্দন রায়কে দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাজে জোর দাবী জানান। এদিকে ডোমার উপজেলা রিপোর্টার্স ইউনিটি প্রতিবাদ ও মানববন্ধন করেছে। উপজেলা চত্বরের সামনে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডোমার প্রেসক্লাবের সভাপতি ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোজাফফর আলী, রিপোর্টার্স ইউনিটির সভাপতি জুলফিকার আলী ভুট্টু। প্রধান অতিথি মোজাফফর আলী বলেন, স্বপ্না আকতার স্বর্ণালি শাহ্ এর ওপরে হামলাকারী চেয়ারম্যান ফ্যাসিস্ট হাসিনার দালাল আমিনুর রহমান গং কে দ্রুত গ্রেফতারের দাবি জানান।
আলোকিত প্রতিদিন/এপি