পৌরসভা ভিংলাবাড়ীতে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল পুনরুদ্ধার অভিযান

0
40
পৌরসভা ভিংলাবাড়ীতে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল পুনরুদ্ধার অভিযান
পৌরসভা ভিংলাবাড়ীতে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল পুনরুদ্ধার অভিযান

নাজমুল হাছনা:

দেবিদ্বার পৌরসভার ভিংলাবাড়ী পূর্বপাড়ার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে, দখল হওয়া সরকারি খাল পুনরুদ্ধার ও পরিষ্কার অভিযান শুরু হয়েছে। যা নতুন করে আশার সঞ্চার হয়েছে স্থানীয়দের মাঝে।

গতকাল ১৬ জুলাই বুধবার সকাল থেকে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ হাসনাত খান এর তত্ত্বাবধানে এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলামের নেতৃত্বে শুরু হয় খাল পুনরুদ্ধার ও উচ্ছেদ কার্যক্রম।

উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক নির্দেশনায় ২নং ওয়ার্ডের পূর্বপাড়া সংলগ্ন প্রায় ২৫’শ মিটার দীর্ঘ খালটি পরিষ্কারের কাজ শুরু হয়। এতে সহযোগিতা করেন বাংলাদেশ পুলিশ, আনসার ব্যাটালিয়ন, পৌর প্রশাসন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়রা জানান, দীর্ঘ কয়েক দশক ধরে অব্যবস্থাপনার কারণে এই খালটি প্রায় হারিয়ে যেতে বসেছিল। আস্তে আস্তে করে খালের ধারে মানুষ গুলো  খালের উপর কেউ বাড়ি বানিয়েছে, কেউ আবার বাড়ির বাউন্ডারি করেছে। একসময় যেখানে নৌকা চলাচল করত, সেখানে এখন সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয়। রাস্তা-ঘাট ডুবে গিয়ে মানুষজন চরম ভোগান্তিতে পড়ে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, এমনকি মসজিদে নামাজ পড়তেও যেতে পারছিলেন না অনেকেই।

ভিংলাবাড়ী এলাকার খালটির বয়স প্রায় ৮০ বছর, পূর্বে এর প্রস্থ ছিল ৩০ লিং। বর্তমানে এটি ১৫ থেকে ২০ ফুট প্রশস্ত করে গোমতী বেড়িবাঁধ হয়ে মরিচাকান্দা খালের সাথে সংযোগ করা হবে। অথচ সাম্প্রতিক বছরগুলোতে অপরিকল্পিত দখল, ময়লা-আবর্জনা আর পৌর কর্তৃপক্ষের নজরদারির অভাবে খালটি প্রায় বিলুপ্তির পথে চলে গিয়েছিল।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, চলতি বর্ষার মৌসুমে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে বুধবার  সকালে দেবিদ্বার পৌরসভা উপজেলার ২নং ভিংলাবাড়ী পূর্বপাড়া তৃমূখী বেড়িবাঁধ সংযুক্ত খাল পরিষ্কার করা হয়। জলাবদ্ধতা নিরসনে ক্রমান্বয়ে পৌরসভার গুরুত্বপূর্ণ খালগুলো পরিষ্কার করা হবে বলে জানান উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম।

আলোকিত প্রতিদিন/১৬জুলাই ২০২৫/মওম 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here