খেলাধুলা, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের ২০১২ ও ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য আন্দ্রে রাসেল। আগামী সোমবার থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের পাঁচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন ৩৭ বছর বয়সী এই দানবীয় ক্রিকেটার।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৮৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রাসেল। এছাড়াও ১টি টেস্ট ও ৫৬টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে এই তারকা। টি-টোয়েন্টিতে ১৬৩.০৮ স্ট্রাইক রেটে তার রান এক হাজার ৭৮, উইকেট ৬১টি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়ে রাসেল বলেন, ‘বলে বোঝানো যাবে না, এটা আমার কাছে কী অর্থ বহন করে। ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করা আমার জীবনের অন্যতম গর্বের অর্জন। যখন আমি ছোট ছিলাম, তখন এই পর্যায়ে পৌঁছানোর আশা করিনি।’
এদিকে, রাসেলের অবসরের ঘটনার মধ্যেই অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি স্কোয়াড: শেই হোপ (অধিনায়ক), জুয়েল অ্যান্ড্রু, জেডাইয়া ব্লেডস, রোস্টন চেইস, ম্যাথু ফোর্ড, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুডাকেশ মোটি, রভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, শেরফেন রাদারফোর্ড ও রোমারিও শেফার্ড।
আলোকিত প্রতিদিন/এপি