Home খেলাধুলা শ্রীলঙ্কার বিপক্ষে জয় জুলাই শহীদদের উৎসর্গ করলেন লিটন

শ্রীলঙ্কার বিপক্ষে জয় জুলাই শহীদদের উৎসর্গ করলেন লিটন

শ্রীলঙ্কার বিপক্ষে জয় জুলাই শহীদদের উৎসর্গ করলেন লিটন
শ্রীলঙ্কার বিপক্ষে জয় জুলাই শহীদদের উৎসর্গ করলেন লিটন

ক্রীড়া ডেস্ক:

শ্রীলঙ্কার বিপক্ষে দেশ এবং বিদেশ মিলিয়ে প্রথমবার টি-টোয়েন্টিতে সিরিজ জিতেছে বাংলাদেশ। ঐতিহাসিক এই জয় ২০২৪ সালের জুলাই বিপ্লবের শহীদদের প্রতি উৎসর্গ করার কথা জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘এখন যেহেতু জুলাই মাস, আজ ১৬ জুলাই, শহীদদের উদ্দেশ্যে এই সিরিজটা আমরা উৎসর্গ করতে চাই।’

সিরিজ জিতে স্বাভাবিকভাবেই উচ্ছ্বাস শোনা গেছে লিটনের কণ্ঠে, ‘প্রথমত যেকোনো সিরিজ জয়ই ভালো অনুভূতি অধিনায়কের জন্য। আমি মনে করি, আপনারাও অনেক খুশি। বাংলাদেশি সমর্থক যারা ক্রিকেট লাভার, তারাও অনেক খুশি যে আমরা শ্রীলঙ্কার মাঠে এসে ম্যাচ (সিরিজ) জিততে পেরেছি। অনেক খুশি আমি।’

২০২৪ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদেরই বিপক্ষে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। সেই সিরিজের সঙ্গে সদ্য সমাপ্ত সিরিজের তুলনা করে লিটন বলেছেন, ‘দুই সিরিজই আমার কাছে অনেক বড়। ওয়েস্ট ইন্ডিজে গিয়ে তাদেরকে হারানো একটা বড় চ্যালেঞ্জ ছিল। আমরা সবাই জানি ওয়েস্ট ইন্ডিজ কেমন দল। টি-টোয়েন্টিতে ওদের সঙ্গে একটা ট্যাগ যায়। শ্রীলঙ্কার মাঠেও স্বাগতিকদের সঙ্গে একই তকমা থাকে। ওরা যথেষ্ট ব্যালেন্সড টিম। দুইটা সিরিজ আমার কাছে একইরকম।

দ্বিতীয় ওয়ানডে জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ফরম্যাটটিতে সিরিজ জয়ের সম্ভাবনা জাগিয়েছিল বাংলাদেশ। কিন্তু লঙ্কান ভূমিতে প্রথম সিরিজ জয়ের সেই সুযোগ টাইগাররা কাজে লাগাতে পারেনি। একই দৃশ্যপট তৈরি হয় টি-টোয়েন্টিতেও। যেখানে শেষ দুটি ম্যাচ জিতে টি-টোয়েন্টিতে এমনকি লঙ্কান ভূমিতে প্রথমবার সিরিজ জিতে ইতিহাস গড়ল লিটন দাসের দল।

প্রসঙ্গত, আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেছেন পাথুম নিশাঙ্কা। বাংলাদেশের হয়ে ৪ উইকেট নেন শেখ মেহেদি। জবাবে খেলতে নেমে ১৬ ওভার ৩ বলে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ৪৭ বলে ৭৩ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তানজিদ হাসান তামিম।

আলোকিত প্রতিদিন/১৭জুলাই ২০২৫/মওম 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here