Home বিনোদন প্রেম করছেন সৃজিত-সুস্মিতা! সমুদ্রতটে বন্ধুত্ব থেকে বিশেষ সম্পর্কে ইঙ্গিত!

প্রেম করছেন সৃজিত-সুস্মিতা! সমুদ্রতটে বন্ধুত্ব থেকে বিশেষ সম্পর্কে ইঙ্গিত!

প্রেম করছেন সৃজিত-সুস্মিতা! সমুদ্রতটে বন্ধুত্ব থেকে বিশেষ সম্পর্কে ইঙ্গিত!

বিনোধন ডেস্ক, চিত্রপরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নতুন সিনেমা ‘লহ গৌরাঙ্গের নাম রে’–এর শুটিং চলছে ওড়িশার পুরীতে। তিন শতাব্দীর তিন প্রেমের কাহিনি নিয়ে নির্মিত হতে যাওয়া ছবিটির শুটিংয়ের মাঝেই এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এল পরিচালকের নিজের প্রেম ও জীবন। শোনা যাচ্ছে, অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন সৃজিত।

ভারতীয় একটি গণমাধ্যম সূত্রে জানা গেছে, সিনেমার কাজের সূত্রেই সৃজিত ও সুস্মিতার মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। সৃজিত মুখোপাধ্যায় যখন প্রথমবারের মতো ‘মার্ক্স ইন কলকাতা’ মঞ্চস্থ করেন, তখন সেটি দেখতে গিয়েছিলেন সুস্মিতা। এরপর বাংলা ছবির বিভিন্ন প্রিমিয়ারে দুজনকে একসঙ্গে দেখা গেছে, এবং পরিচালকের বন্ধুবান্ধবের সঙ্গেও সুস্মিতার সখ্যতা তৈরি হয়। এতদিন পর্যন্ত বিষয়টি ‘ভালো বন্ধুত্ব’ হিসেবেই চর্চিত ছিল, তবে সাম্প্রতিক ঘটনা বলছে, সম্পর্কটি বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে অন্য খাতে গড়াচ্ছে।

 

পুরীর সমুদ্রসৈকতে সম্প্রতি সৃজিত ও সুস্মিতার একসঙ্গে তোলা একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন সুস্মিতা। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “স্যার চোখের মধ্যে।” সেই পোস্টে পরিচালক নিজেই লাভ রিয়েকশন দেন, যা মুহূর্তেই নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে। ছবির কমেন্ট বক্সে দর্শক-ভক্তদের পক্ষ থেকে আসে মিশ্র প্রতিক্রিয়া—কেউ শুভেচ্ছা জানিয়েছেন, কেউ আবার জল্পনা-কল্পনায় মেতেছেন অনেকে।

পরিচালকের এক ঘনিষ্ঠজন গণমাধ্যমকে জানিয়েছেন, “সৃজিত-সুস্মিতার সম্পর্ক এখন স্পষ্টতই ঘনিষ্ঠ। বিষয়টা এখন আর কেবল বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ নেই—বিশেষ কিছু গড়ে উঠছে।” যদিও এ বিষয়ে দুজনের কেউ আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি।

প্রেমের গুঞ্জনের মাঝেই সৃজিত-সুস্মিতা যুগল এখন অনলাইনেও সমান আলোচিত। সিনেমা শেষ পর্যন্ত যেমন দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে বলে আশা করা হচ্ছে, তেমনি ব্যক্তিগত সম্পর্ক নিয়েও আলোচনায় রয়েছেন পরিচালক।

আলোকিত প্রতিদিন/এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here