
আব্দুল মান্নান, বিশেষ প্রতিনিধিঃ বন্ধুত্বের নিদর্শন হিসেবে মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুকে আম উপহার পাঠিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।
প্রধান উপদেষ্টার পক্ষ থেকে পাঠানো এই আম বৃহস্পতিবার (১৭ আগস্ট) মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তর করা হয়।
বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ আমগুলো মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল উইংয়ের যুগ্মসচিব বাদুরা সাইদের কাছে তুলে দেন।