Home বিনোদন সবাই জানতে চাচ্ছে, কবে আসবে ‘ময়না’: কোনাল!

সবাই জানতে চাচ্ছে, কবে আসবে ‘ময়না’: কোনাল!

সবাই জানতে চাচ্ছে, কবে আসবে ‘ময়না’: কোনাল!

বিনোদন, জগতের সংগীতাঙ্গনের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী সোমনূর মনির কোনাল নতুন গান ‘ময়না’ নিয়ে আসছেন তিনি। চলতি মাসেই ইউটিউব চ্যানেল গানচিল থেকে গানটি প্রকাশ করা হবে বলে জানা গেছে। সম্প্রতি ‘ময়না’ গানটির ভিডিওর শুটিং সম্পন্ন হয়েছে। আর এ গানে মডেল হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী।

একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে ‘ময়না’ গান প্রসঙ্গে কোনাল বলেন, গানের গীতিকার আসিফ ইকবাল ভাই রোজার ঈদের পরপরই গানটি শুনিয়ে বললেন— গানটা শোন, তোকে গাইতে হবে। শুনে দেখলাম গানটার কথা ও সুর সুন্দর এবং চমৎকার রিদম।

তিনি বলেন, ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’ ‘মেঘের নৌকা’ গানের পর তার সঙ্গে সিনেমার বাইরে একটি সুন্দর কাজ হবে। নাচের রিদম, ক্যাচি সুর, সহজ ও সুন্দর কথা গানটিকে আলাদা করবে, তাই আমি রাজি হই।

এর আগে সিনেমায় কোনালের গাওয়া ‘মিস বুবলী’, ‘তুমি আমার জীবন’, ‘আগুন লাগাইলো’, ‘সুরমা সুরমা’, ‘মেঘের নৌকা’ গানগুলোতে পারফর্ম করেছিলেন। এ সংগীতশিল্পী বলেন, শবনম বুবলী আমার গাওয়া বেশ কয়েকটি সিনেমার গানে পর্দায় ঠোঁট মিলালেও, এর বাইরে আমার গাওয়া গানের ভিডিওতে মডেল হলেন। এ গানে আমার সহশিল্পী নিলয়। আমাদের  একসঙ্গে গাওয়া প্রথম গান এটি বলে জানান শিল্পী কোনাল।

আলোকিত প্রতিদিন/এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here