বিনোদন ডেস্ক:
সিনেমার গান দিয়ে বুবলী দর্শক-হৃদয়ে জায়গা করে নিয়েছেন আগেই। ‘মিস বুবলী’, ‘আগুন লাগাইও’, ‘সুরমা সুরমা’, ‘তুমি আমার জীবন’-এসব গানে তার পারফরমেন্স চোখ ধাঁধানো। এবার সিনেমার বাইরে, একেবারে নতুন অভিজ্ঞতা নিয়ে ফিরছেন তিনি।
‘ময়না’ শিরোনামের একটি মিউজিক ভিডিওতে প্রথমবার নাচলেন বুবলী। যেখানে তার সঙ্গে পারফর্ম করেছেন অভিনেতা এবং নির্মাতা শরাফ আহমেদ জীবন। এটি ‘বাংলা অরিজিনালস’-এর প্রথম গান, যা মুক্তি পাবে ২৪ জুলাই।
নিলয়-কোনালের গাওয়া গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল, সুর-সংগীত করেছেন কলকাতার আকাশ সেন। বুবলীর ভাষায়, ‘সিনেমায় অনেক গানে কাজ করেছি, কিন্তু এটা আমার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা। গানটি একদম পার্টি মুডের, শুনলেই নাচতে ইচ্ছা করে। মনে হয়েছে এমন একটি গান আমারও থাকা উচিত- যা স্টেজে পারফর্ম করা যায়।’
শরাফ আহমেদ জীবন বলেন, ‘বুবলীর সঙ্গে কাজ করাটা দারুণ অভিজ্ঞতা। গানটি বেশ মজার। দর্শকরাও এটি উপভোগ করবেন আমার বিশ্বাস।’
গানটির ভিডিও নির্মাতা তানিম রহমান অংশু বলেন, ‘চেষ্টা করেছি মজার এবং নাচের একটি ভিডিও বানাতে।’ গানটির নৃত্য পরিচালনা করেছেন নিলয়। ভিডিওটি সম্প্রতি এফডিসিতে শুট করা হয়।
আলোকিত প্রতিদিন/২০জুলাই ২০২৫/মওম