কামাল হোসেন, গাজীপুর সদর প্রতিনিধিঃ “নদী পথে সম্প্রীতির বার্তা নিয়ে সাংবাদিকদের নৌকা ভ্রমণ” বর্ষায় নদী পথে প্রকৃতির সৌন্দর্য্য উপভোগ করতে গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক নৌকা ভ্রমণ ও আনন্দ উৎসব।
সোমবার (২১ জুলাই) গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের হাটখোলা ব্রীজ সংলগ্ন ঐতিহাসিক শালদহ নদীর পাড় থেকে একটি ইঞ্জিনচালিত নৌকায় উঠেন প্রেসক্লাবের সকল সাংবাদিকরা।
গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আবুল কাশেম শুভেচ্ছা বক্তব্য রাখেন। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সকল সদস্যদের উদ্দেশ্য করে নৌকা ভ্রমনের আয়োজন সফল করতে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন।
ফটোসেশন পর্ব শেষে সকাল সাড়ে ৮ টায় শুরু হয় নদীপথে ভ্রমণ। শালদহ নদী পেরিয়ে তুরাগ নদী গন্তব্য টাঙ্গাইলের জমিদার বাড়ি পরিদর্শন। চলতিপথে কবিতা আবৃত্তি, আড্ডা, মিউজিকের তালে তালে নাচ-গানে প্রকৃতির মাঝে সাংবাদিকদের আনন্দ উল্লাসে মুহূর্তগুলো ফুঁটে ওঠে। কর্মব্যস্ত জীবনে নদীপথে আড্ডায় কিছুটা হলেও বাড়তি আনন্দ যোগ হয়েছে।
গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম ও কোষাধ্যক্ষ আইয়ুব খান নৌকা ভ্রমন সফল করতে সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন। উক্ত ক্লাবের সাংগঠনিক সম্পাদক আরিফ খান বিশেষ ভূমিকা পালন করেন। কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা যে যার অবস্থান থেকে ভূমিকা পালন করে। নৌকা ভ্রমণে ক্লাবের সকল সদস্যরা অনন্দ ভ্রমণে অংশ নেন।
নৌকা চলতে চলতে একপর্যায়ে দুপুর সোয়া ১টায় টাঙ্গাইল হাঁটুভাঙা লাল পাহাড় ক্ষ্যাত শালবন পাড়ে নৌকা নোঙর করা হয়। এসময় কেউ কেউ নদীতে সাঁতার কাটেন, ফুটবল খেলেন। তারপর সেখানে দুপুরের খাওয়া দাওয়া শেষ করা হয়।
খাওয়া দাওয়া শেষে ওই এলাকায় বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা বিভিন্ন স্থান ঘুরে দেখেন সাংবাদিকরা এবং দিনব্যাপী ভ্রমন শেষ করে ফিরে ভ্রমনের সমাপ্তি ঘটে।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -