আজ বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩১ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

রাষ্ট্র কাঠামোর সংস্কারের লক্ষ্যেই আমরা লড়াই করছি :সেলিমা রহমান

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

নিজস্ব প্রতিবেদক:

রাষ্ট্র কাঠামোর সংস্কারের লক্ষ্যেই আমরা লড়াই করছি। এটি আমরা অবশ্যই বাস্তবায়ন করব। এ বিষয়ে বিএনপি জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

রবিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘২০২৪ পরবর্তী রাজনৈতিক সংকট এবং নির্বাচনপূর্ব সহিংসতা মোকাবিলায় আমাদের করণীয়’ শীর্ষক এক সংলাপে তিনি এ কথা বলেন। সংলাপের আয়োজন করে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান স্কুল অব লিডারশিপ (এসওএলএ ইউএসএ)।

জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, ‘প্রধান উপদেষ্টা ড. ইউনূস যে কথা দিয়েছেন, আমরা বিশ্বাস করি সে কথা তিনি রাখবেন। আমরা নির্বাচন এই ফেব্রুয়ারি মাসেই চাই। সে চেষ্টা আমরা সবাই মিলে করবো।’

- Advertisement -

আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান এবং ১২ দলীয় জোটের শীর্ষ নেতা এডভোকেট সৈয়দ এহসানুল হুদা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভুঁইয়া, এসওএল ইউএসএ’র বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট প্রফেসর ড. এম এম শরীফুল করীম, সংলাপের প্রবন্ধ উপস্থাপন করেন বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন।

আলোকিত প্রতিদিন/২১জুলাই ২০২৫/মওম 

- Advertisement -
- Advertisement -