Home সারাদেশ ঢাকা ঘিওরে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

ঘিওরে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

ঘিওরে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
ঘিওরে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

প্রতিনিধি, ঘিওর (মানিকগঞ্জ) :

মানিকগঞ্জের ঘিওরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (পিবিজিএসআই) স্কিমের আওতায় ২০২২/২০২৩ সালের “উপজেলা শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার ” এবং “উচ্চ মাধ্যমিক সমাপনী পুরস্কার” প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।  ২১ জুলাই সোমবার সকাল ১১ ঘটিকার সময় উপজেলা পরিষদ হল রুমে মাধ্যমিকের ১০ জন এবং উচ্চ মাধ্যমিকের ১৫ জন মোট ২৫ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে এ পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে ঘিওর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) এ বি এম আঃ হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঘিওর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোঃ আমীর হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মেহনাজ ফেরদৌস, জেলা শিক্ষা অফিসের প্রোগ্রামার রিজওয়ানুর রহমান। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, কৃতি শিক্ষার্থীরা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় জেলা শিক্ষা অফিসার আমীর হোসেন বলেন, শিক্ষার মান বৃদ্ধির জন্য তিনজন মানুষের প্রচেষ্টা থাকতে হবে – শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক। তাহলেই শিক্ষার মান বৃদ্ধি পাবে। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আনিসুর রহমান বলেন, যদি ক্লাস রুমে শিক্ষকরা মান সম্মত শিক্ষা প্রদান করতে পারেন এবং অভিভাবকরা সন্তানদের ঠিক মতো মনিটরিং করতে পারে আর ছাত্ররা মনোযোগী হয় তাহলে শিক্ষার মান বহুগুণে বেড়ে যাবে।

আলোকিত প্রতিদিন/২১জুলাই ২০২৫/মওম 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here