Home জাতীয় বিমান দুর্ঘটনা নিয়ে তথ্য গোপনের কিছু নেই : বিমানবাহিনী প্রধান!

বিমান দুর্ঘটনা নিয়ে তথ্য গোপনের কিছু নেই : বিমানবাহিনী প্রধান!

বিমান দুর্ঘটনা নিয়ে তথ্য গোপনের কিছু নেই : বিমানবাহিনী প্রধান!
বিশেষ প্রতিনিধি, মঙ্গলবার (২২ জুলাই) দুর্ঘটনায় নিহত বৈমানিকের জানাজার পর সংবাদকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা তদন্ত করে বের করবে কী ঘটেছিল সেদিন। তার ভিত্তিতে কোনো ভুলত্রুটি থাকলে সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।বিমানবাহিনী প্রধান বলেন, ‘পাইলট সর্বোচ্চ চেষ্টা করেছিলেন বিমানটিকে একটি খালি জায়গায় নামানোর জন্য এবং তিনি তার জীবনও উৎসর্গ করেছেন।
বিমানবাহিনী প্রধান বলেন, ‘আহতরা যেন সবার সহযোগিতায় দ্রুত সুস্থ হয়ে ‍উঠতে পারে—সেটিই এখন মূল লক্ষ্য।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিমান রক্ষণাবেক্ষণে বিমানবাহিনী কোনো আপস করে না।
হাসান মাহমুদ খাঁন বলেন, ‘প্রযুক্তি হয়তো পুরনো হতে পারে, কিন্তু এই বিমানগুলো পুরনো নয়।আলোকিত প্রতিদিন/এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here